1. rashidarita21@gmail.com : bastobchitro :
দফায় দফায় প্রকল্পের মেয়াদ না বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর | Bastob Chitro24
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

দফায় দফায় প্রকল্পের মেয়াদ না বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃতিকে বিপর্যয়ে ফেলে এমন কোনো প্রকল্প করা যাবে না। আর দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো বন্ধ করতে হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীতে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় এ কথা বলেন তিনি।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে একনেক সভা শুরু হয়। এতে নদীর নামে সবসময় সেতু করার কথা বলেন প্রধানমন্ত্রী।

সভাশেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, প্রকৃতির ক্ষতি করে কোনো প্রকল্প না নিতেও একনেকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন, প্রকল্প বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণেই বারবার বাড়াতে হয় মেয়াদ।

তিনি আরও জানান, মূল্যস্ফীতি আর রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক পরিস্থিতি দেখছে সরকার। সভায় ২ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে উপকূলীয় শহরগুলো রক্ষায় আনা প্রকল্পটিসহ প্রায় ৫ হাজার কোটি টাকার মোট আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে ময়মনসিংহ ও চট্টগ্রামে কারাগারের নিরাপত্তার আধুনিকায়নের জন্য ১৭ কোটি ৯৮ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি