নরসিংদী শহরে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।
এর আগে ভোরে শহরের দাসপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ।
গ্রেফতার ডাকাত চক্রের সদস্যরা হলেন, নরসিংদী সদরের ফজর আলী (৪৩), রফিকুল ইসলাম (২৯) ও রবিন মিয়া (২১)। তারা চিহ্নিত ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, ভোর সাড়ে চারটার দিকে সদরের দাসপাড়া এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে সংবাদ পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও ৫ থেকে ৬ জন। আটকদের থেকে ১টি স্টিলের চাপাতি, ২টি চাইনিজ কুড়াল ও ১টি রামদা জব্দ করা হয়।