1. rashidarita21@gmail.com : bastobchitro :
টাইব্রেকারে এক রিয়ালকে হারিয়ে ফাইনালে আরেক রিয়ালকে পেল বার্সেলোনা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

টাইব্রেকারে এক রিয়ালকে হারিয়ে ফাইনালে আরেক রিয়ালকে পেল বার্সেলোনা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

কোপা দেল রে’র দ্বিতীয় সেমিফাইনালটিও গড়িয়েছে টাইব্রেকারে। নির্ধারিত ১২০ মিনিটে ২-২ গোলে সমতা থাকার পর, টাইব্রেকারে বর্তমান চ্যাম্পিয়নদের ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে বার্সেলোনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আগামী রোববার (১৫ জানুয়ারি) হবে ফাইনাল।

কোপা দেল রে’র দ্বিতীয় সেমিফাইনালে সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রিয়াল বেতিসের সঙ্গে কষ্ট করেই জিততে হয়েছে বার্সেলোনাকে। স্বভাবতই বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে আক্রমণে বার্সেলোনাকে ছাড় দেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৪০ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। দেম্বেলের পাস ডি-বক্সে খুঁজে নেন লেভানডোভস্কি। তার প্রথম শট স্লাইড করে ঠেকান লুইস ফেলিপে। ফিরতি শটে জাল খুঁজে নেন পোল্যান্ড অধিনায়ক।

ম্যাচের ৭৫ মিনিটে বেতিসকে বাঁচিয়ে দেন গোলরক্ষক ব্রাভো। রাফিনিয়ার ক্রস হাত দিয়ে কোনোভাবে বাঁচিয়ে দেন তিনি। তা না হলে তোরেসের মাথায় লেগে তা নিশ্চিত গোল হয়ে যেত। তার দুই মিনিট পরই সমতায় ফেরে বেতিস। লুইস এনরিকের কাছ থেকে বল পেয়ে টের স্টেগেনকে পরাস্ত করে জাল খুঁজে নেন নাবিল ফেকির।

নির্ধারিত নব্বই মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ফাতি। মার্কোস আলোনসোর ফ্রিকিক বেতিসের একজনের হেডে ডি-বক্সের কোনায় বল পেয়ে যান তরুণ এই ফরোয়ার্ড। বল পেয়েই তা জাল খুঁজে নেন তিনি। ১০১ মিনিটে সমতা ফেরায় বেতিস। এনরিকের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ব্যাক হিলে দর্শনীয় গোল করেন লরেন মোরন।

বাকি সময় আর সুবিধা করতে পারেনি কোনো দলই। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দারুণ বীরত্ব দেখান বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেন। পেনাল্টি শুটআউটে জুয়ানমি এবং উইলিয়াম কারভালহোর শট আটকে দেন তিনি। আর বার্সেলোনা তাদের চার শটেই জালের দেখা পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি