স্পেনের বিপক্ষে দারুণ জয়ে নকআউটে উঠেছে জাপান। তবে নীল সামুরাইদের কাছে হেরেও নকআউটের টিকিট পেয়েছে লুইস এনরিকের শিষ্যরা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে জাপান। কিন্তু গ্রুপের আরেক ম্যাচে কোস্টারিকা হেরে যাওয়ায় দ্বিতীয় রাউন্ডে উঠার সুযোগ পেয়েছে স্প্যানিশরাও।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল স্পেন। যদিও কাজে লাগাতে পারেনি তারা। বিরতির আগে সেভাবে আক্রমণেই যেতে পারেনি জাপান। কিন্তু বিরতির পর তেঁতে উঠেন হাজিমে মরিয়াসুর শিষ্যরা। ৪৮তম মিনিটে জাপানকে সমতা এনে দেন পরিবর্তে নামা খেলোয়াড় রিৎসু ডোয়ান। ৩ মিনিট পর ব্যবধান বাড়ান আও তানাকা।
পরপর ২ গোল হজম করে চাপে পড়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। যে দলটা কোস্টারিকাকে ৭ গোল দিয়েছিল, তাদের এ অবস্থা! হয়ত নীল সামুরাইদের হালকাভাবে নিয়েছিল স্পেন। জার্মানিকে যে এ জাপান হারিয়েছিল, সে কথাটা বোধহয় ভুলে গিয়েছিল স্প্যানিশরা। আর তার খেসারতই দিতে হলো। বাকি সময়ে গোল মুখ খুলতে পারেনি কোচ লুইস এনরিকের শিষ্যরা। এতে জার্মানির পর স্পেনের মতো হেভিওয়েট দলকে হারিয়ে ইতিহাস লিখল জাপান।
ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠল নীল সামুরাইরা। আর দ্বিতীয় দল হিসেবে নকআউটের টিকিট পেল স্পেন।