1. rashidarita21@gmail.com : bastobchitro :
ছিনতাইয়ের ঘটনায় ইবির আরও এক শিক্ষার্থী বহিষ্কার | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

ছিনতাইয়ের ঘটনায় ইবির আরও এক শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে কাভার্ডভ্যান আটকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে। বহিষ্কৃত শিক্ষার্থী হলেন- বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আল-আমিন হোসেন। তিনি শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার (১৮ জুলাই) মধ্যরাতে ক্যাম্পাসের প্রধান ফটকে চাকা ফেটে দাঁড়িয়ে পড়ে মালবাহী একটি কাভার্ডভ্যান। ওই গাড়ির চালক ও সহযোগীকে মারধর করে পাঁচ হাজার টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিক কাব্য ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন হোসেন। অস্ত্রসহ মহড়ার ঘটনায় রেজওয়ান সিদ্দিক কাব্যকে ইতোমধ্যে সাময়িক বহিষ্কার ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইভাবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আল-আমিনকে সাময়িক বহিষ্কার ও পূর্বে গঠিত তদন্ত কমিটিকে এ ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি