1. rashidarita21@gmail.com : bastobchitro :
চুরি যাওয়া মোটরসাইকেল ব্যবহার করছে পুলিশ! | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

চুরি যাওয়া মোটরসাইকেল ব্যবহার করছে পুলিশ!

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২

আট বছর আগে চুরি যাওয়া মোটরসাইকেলের ট্রাফিক লঙ্ঘনের জন্য জরিমানা পেতে কেমন লাগবে? ঠিক এমনটাই ঘটেছে ইমরান নামের এক ব্যক্তির সঙ্গে। তবে চমকের এখানেই শেষ নয়। ঘটনা আরও অনেক দূর গড়ায় যখন ইমরান জানতে পারেন তার চুরি যাওয়া মোটরসাইকেলটি ব্যবহার করেছে খোদ পুলিশ কর্মকর্তারা!

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের সবজারার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে।

ইমরান জানান, তার  হোন্ডা সিডি সেভেনটিন বাইকটি লাহোরের মুঘলপুরা এলাকা থেকে আট বছর আগে চুরি হয়। চুরির পর তিনি একটি এফআইআরও দায়ের করেছিলেন। কিন্তু বাইকটি কখনও পাওয়া যায়নি।

আট বছর পর, তিনি তার ঠিকানায় একটি ই-চালান পেয়েছেন। ই-টিকেটের ছবিতে দেখা গেছে যে পুলিশ সদস্যরা তার মোটরসাইকেলটি চালাচ্ছেন।

চকমপ্রদ এই তথ্য জানার পর চিফ সিভিলিয়ান পার্সোনেল অফিসারের (সিসিপিও) কাছে একটি অভিযোগ দায়ের করেছেন ইমরান। পুলিশদের কাছ থেকে তার মোটরসাইকেলটি উদ্ধার করে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

তবে কীভাবে ইমরানের মোটরসাইকেলটি পুলিশের দখলে গেল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

মার্চ মাসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, লাহোরে অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে হচ্ছে।

পুলিশের নথি অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দুই দিনে সেখানে লুটপাটের শতিাধিক ঘটনা ঘটেছে। মার্চ মাসের শুরুতেও লাহোরে প্রায় ৩৫০টি লুটপাটের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি