চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অথচ একদিন আগেই শূন্যে নেমে এসেছিল শনাক্তের হার।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আক্রান্ত ৫ দশমিক ৪৬ শতাংশ। তবে এই সময়ে করোনাভাইরাসে কারও মৃত্যুও হয়নি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
আক্রান্তদের মধ্যে ছয়জন নগরীর ও বাকি একজন মিরসরাই উপজেলার বাসিন্দা।
তবে এর আগে রোববার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে কারও দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ১০টি ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষা করে সাতজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
এ জাতীয় আরো খবর..