নাটোরের শিল্প প্রতিষ্ঠানে একযুগেও সরবরাহ হয়নি গ্যাস। এতে কয়লা ও জ্বালানি তেল ব্যবহারের কারণে পণ্যের উৎপাদন খরচ বেড়েছে তিন গুণ। পাশাপাশি নতুন করে প্রতিষ্ঠান গড়ে না ওঠায় তৈরি হচ্ছে না কর্মসংস্থান।
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ও কাফুড়িয়া ইউনিয়ন। শ্রমিক খরচ কম ও কৃষিপণ্যের সহজলভ্যতার কারণে দেশের প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানগুলো এখানে কারখানা স্থাপন করে।
এদিকে শহর থেকে ১২ কিলোমিটার দূরে নাটোরের শিল্প কারখানায় গ্যাস সরবরাহের জন্য বাগাতিপাড়া উপজেলার হিজলি এলাকায় পয়েন্ট স্থাপন করা হয়। তবে এক যুগেও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করা হয়নি। আর গ্যাস না পেয়ে নতুন শিল্প কারখানা গড়ে না ওঠায় তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থান।
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, গ্যাস না পেয়ে শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি না হওয়ায় নতুন করে কর্মসংস্থান হচ্ছে না। ফলে যুবসমাজকে বেকার জীবনের অভিশাপ নিয়ে বেড়াতে হচ্ছে।
নাটোর চেম্বার অব কর্মাসের সভাপতি শরিফুল ইসলাম রমজান বলেন, বৃহত্তর শিল্প কারখানার পাশাপাশি বিসিক ও ইপিজেড স্থাপনের জন্য গ্যাস সরবরাহের বিকল্প নেই। চেম্বার অব কর্মাস স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে গ্যাস সরবরাহের চেষ্টা করছে বলে জানান তিনি।
উল্লেখ্য, রাজশাহীর শিল্প কারখানায় ২০১৩ সাল থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আর নাটোরের ওপর দিয়ে রাজশাহীতে গ্যাস সরবরাহ করা হলেও নাটোরের শিল্প কারখানায় দেয়া হয়নি সংযোগ।