ষ্টাফ রিপোর্টার:
কুষ্টিয়া পূর্ব মজমপুরে ক্রিস্টাল প্যালেসের দ্বিতীয় তলায় চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে।
পূর্ব মজমপুর মফিজ উদ্দিন লেনের ক্রিস্টাল প্যালেসের- প্রথম ফ্লোরের ‘ই’ রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভিতরে থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায়- চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
১ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ১:৩০ মিনিট ২য় তলা থেকে হঠাৎ আশেপাশের মানুষ আগুনের ধোঁয়া দেখতে পায় ।
রান্নাঘরের দরজা খুলে উক্ত প্যালেসের অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে না আনতে পেরে -কুষ্টিয়া ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে রান্না ঘরের আগুন নিয়ন্ত্রণে আনতে -পানি ব্যবহার করতে থাকে। একপর্যায়ের আগুন নিভে যায়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা খুরশিদ আনোয়ার জানিয়েছেন- আমরা আসার পরে আগুন জ্বলছিল।
যথারীতি আমরা ,আমাদের কাজ করে যায়। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হযেছি।
জানা যায় কুষ্টিয়া পূর্ব মজমপুর মফিজ উদ্দিন বিশ্বাস লেনে- ক্রিস্টাল প্যালেসের দ্বিতীয় তলার ‘ ই’ থেকে আগুনের সূত্রপাত ।
উক্ত প্যালেসের ভাড়াটিয়া পিয়ার আলী প্রবাসে থাকেন। তার সহধর্মিনী বলেন –
রান্না সেরে গ্যাসের সুইস বন্ধ করে, আমি রন্নাঘরের দরজা আটকিয়ে বেরিয়ে এসেছি।
আমি শাওয়ারে থাকায় বুঝতে পারিনি ,পরে দরজা খুলে দেখি চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন।
রান্নাঘরের গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা, কিচেন কেবিনেট এবং আনুষঙ্গিক সবই পুড়ে বিনষ্ট হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা ৩০ মিনিট ধরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।