কুষ্টিয়ায় র্যাবের অভিযানে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গতকাল ১৪ মে ২০২২ ইং তারিখ রাত ১০টার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খলিসাকুন্ডি এলাকায়”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২ বোতল বিদেশী মদ, যাহার মূল্য আনুমানিক দুই হাজার চারশত টাকা, মোবাইল ফোন ২টি, সিম কার্ড ৪টি, নগদ ২হাজার ৪শত টাকা সহ মোঃ আতাউল গনি (৪০), পিতা-মৃত-শাহাবুদ্দিন ওরফে মন্টু মন্ডল , সাং-খলিসাকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।