1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়া পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ জনের কারাদন্ড | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

কুষ্টিয়া পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে আটক তিনজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ আগস্ট) বিকেল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন এ আদেশ দেন। দ প্রাপ্তরা হলেন- সদর উপজেলার চৌড়হাস আদর্শপাড়া সলক আলীর ছেলে রিপন (২৭), চৌড়হাস এলাকার ছরোয়ার হোসেনের ছেলে মহিবুল (৪০) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আবুল কাসেমের ছেলে দেলোয়ার হোসেন (৪০)। এরদের মধ্যে মহিবুল ও দেলোয়ারকে তিনমাসের কারাদ সহ পাঁচ হাজার টাকা জরিমানা ও রিপনকে এক মাসের কারাদ সহ পাঁচ হাজার টাকা অর্থদ দেওয়া হয়। এর আগে দুপুরে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদকের একটি দল। এসময় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদ দেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন বলেন, দুদক কর্মকর্তা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে এলে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ দেওয়া হয়। কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, লোকবল সংকটে কিছু বহিরাগত লোক ঢুকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এরসঙ্গে অফিসের কেউ জড়িত নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি