কুষ্টিয়া সৃজন বাই খালেদা টাওয়ারের ফলক উন্মোচন করা হয় আনন্দঘন পরিবেশে সৃজন প্রপার্টিজের ইকবাল হোসেন খোকন এবং ল্যান্ড ওনার মাসুদুর রহমান লিপুর যৌথ উদ্যোগে -বিশিষ্ট ব্যবসায়ী, ডাক্তার, কুষ্টিয়া নাগরিক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিকগণ , অনলাইন উদ্যোক্তাএবং বিভিন্ন শ্রেণীর জনগণ নিয়ে সৃজন প্রপার্টিজ বাই খালেদা টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৫ জুন শনিবার বিকেল ৫ টা পি সি চন্দ্র লাহিড়ী লেনে ডেভেলপার এসোসিয়েশন ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে- শহরের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ,বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়, ডাক্তার এবং অনলাইন উদ্যোক্তা, টিভি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, ফলক উন্মোচন ,বেলুন উড়িয়ে এবং অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনাড়ম্বর পরিবেশে-অনুষ্ঠানটির শুরু করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ল্যান্ড অনার মাসুদুর রহমান লিপু। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রিন্সিপাল কুষ্টিয়া মেডিকেল কলেজ ডাঃ এস,এম মুস্তানজিদ ,সাবেক সিভিল সার্জন কুষ্টিয়া- ডাক্তার জামাল উদ্দিন মোল্লা, সভাপতি কুষ্টিয়া প্রেসক্লাব আল মামুন সাগর ,চেয়ারম্যান রশিদ এগ্রো ফুড এন্ড প্রোডাক্টস -আব্দুর রশিদ, চেয়ারম্যান দেশ এগ্রো রাইস মিল- এম এ খালেক, ভারপ্রাপ্ত সম্পাদক ( সময়ের কাগজ) নুরুন্নবী বাবু, চেয়ারম্যান হলিডে পার্ক এন্ড রিসোর্ট -রফিকুল ইসলাম রোজ, আলহাজ্ব তরিকুল ইসলাম মানিক। অতিথিবৃন্দ তাদের নিজ নিজ অভিব্যক্তি ব্যক্ত করেন। প্রধান অতিথি ল্যান্ড ওনার নিউইয়র্ক প্রবাসী মাসুদুর রহমান লিপু বলেন——।এই ল্যান্ড এর উপরে তারই বাড়িটি করার ইচ্ছে ছিল। তার স্ত্রীকে নিয়ে তিনি পরিকল্পনা করেছিলেন- কিন্তু তার স্ত্রী মারা যাওয়ায় – বিভিন্ন মহলের সাথে আলাপ করে সৃজন প্রোপার্টিজ এর কাছে হস্তান্তর করেন । বিশেষ অতিথিবৃন্দ তাদের নিজ নিজ অভিব্যক্তি ব্যক্ত করেন। বিশেষ অতিথি ডাক্তার মুস্তান জিদ বলেন ডেভিলপারদের দুটি জিনিস মাথায় রাখতে হবে প্রয়োজন, সৌন্দর্য এবং পৌরসভার কিছু নিয়মকানুন মেনে বিল্ডিং তৈরি করা উচিত ।সভাপতি ইকবাল হোসেন খোকন তার বক্তব্যে বলেন সবচেয়ে উচু বিল্ডিং কুষ্টিয়াতে আছে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করবে কুষ্টিয়া।এবং সেইসাথে সৃজন প্রপার্টিজ অনলাইন উদ্যোক্তাদের নিয়ে সৃজন বাই মহিলা উদ্যোক্তা পরিবার( এস, ই, এফ )গঠন করেন। সভাপতির বক্তব্য শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সৃজন প্রোপার্টিজ কুষ্টিয়ায় তার নিজস্ব উদ্যোগে অনেকগুলো বহুতল ভবন স্থাপন করেছেন এবং কিছু সামাজিক উদ্যোগ গ্রহণ করেন। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়াতে ছোট্ট পরিসরে মানুষ বসবাসের অযোগ্য- বিধায় অল্প জায়গার মানুষ বসবাসের যোগ্য করে তুলছেন তার বহুতল ভবনের মাধ্যমে।