1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ার থানা পাড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিজ গৃহে যুবকের মৃত্যু । | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ার থানা পাড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিজ গৃহে যুবকের মৃত্যু ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

ষ্টাফ রিপোর্টার :

কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা মৃত সেলিমের ছোট ছেলে টিটু মাজহারুল ইসলাম টিটু (৩২) ঘরের সিলিং ফ্যানে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। মৃত্যুর কারণ সম্বন্ধে প্রতিবেশীদের ধারণা মতে- হাতে তৈরী ফ্যান ছিল তার ঘরে ।ডেলিভারি হবার জন্য স্ত্রী বাবার বাড়িতে ছিল। টিটু বাড়িতে ফিরে দেখেন ফ্যান ঘুরছে না। হয়তো রাতেই তা ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় । সকাল ১২ টা অবধি ঘরে টিভি চলছিল কিন্তু দরজা বন্ধ থাকা অবস্থায় প্রতিবেশীরা সন্দেহ পোষণ করেন।প্রতিবেশীরা তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় দেখতে পায় এবং পুলিশে খবর দেন। মাজহারুল ইসলাম টিটু এন এস রোড লাভলু ডিজিটাল সাইনে দীর্ঘদিন কর্মরত ছিল। ডিজিটাল সাইনের প্রতিষ্ঠাতা রাশিদুল ইসলাম লাভলু জানান -টিটুর সহধর্মিনী সন্তান সম্ভাবা এবং ডেলিভারি সন্নিকটে ।তাই ,স্ত্রীর এ অবস্থায় ওর শ্বশুর বাড়িতে যাবার কথা ছিল। আমার কাছ থেকে কিছুদিনের ছুটি নিয়েছে । টিটু আমার প্রতিষ্ঠানে একনিষ্ঠ ও বিশ্বস্থ কর্মী। আমার প্রতিষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বভার তার উপর ন্যস্ত ছিল। আমি তার অকাল মৃত্যু মেনে নিতে পারছি না । তিনি জানান – আমার প্রতিষ্ঠানের সমস্ত কর্মচারীবৃন্দ ওর জন্য শোকাহত। তার মৃত্যুর খবর পেয়ে আমি ছুটে এসে অবাক হয়ে গেছি। স্থানীয়রা জানান, টিটু খুব ভালো ছেলে। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মাজেদুল হক ধিমান বলেন, বিদ্যুতায়িত হয়ে টিটু মারা গেছে শুনে ঘটনাস্থলে এসেছি। তার দাফন সম্পন্ন হয়েছে। যাবার কালে তিনি সন্তান সম্ভাবা স্ত্রী ও একটি সাত বছরের কন্যা সন্তান রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি