1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো সভাপতির বিদায় সংবর্ধনা । | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো সভাপতির বিদায় সংবর্ধনা ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩

আবেগঘন মুহূর্তের মধ্যে দিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হলো কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ,কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের। ২১ জুলাই সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে- কালচারাল অফিসার সুজন রহমানের সঞ্চালনায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য পেশ করেন। উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আব্দুল ওয়াজেদ ,স্থানীয় সরকার উপ-পরিচালক আরিফুজ্জামান ,অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, শিল্পকলার সহ-সভাপতি আশরাফ উদ্দিন নজু ,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আবৃত্তি শিল্পী আলম আরা জুঁই,শাহিন সরকার এবং লালন একাডেমির তাইজাল আলী খান। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ । শুরুতে জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক মানপত্র পাঠ করেন। তিনি তার বক্তব্যে বলেন- আমরা যারা কার্যনির্বাহী কমিটির সদস্য আমরা সকলে সংস্কৃতির চর্চা করি। আড়াই বছর পর জানা গেল ,আপনি নিজেও সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলেন । শিল্পকলা একাডেমীর সভাপতি মহোদয় সমস্ত কুষ্টিয়াকে তার প্রচেষ্টা ও বুদ্ধিমত্তা দিয়ে সংস্কৃতি চর্চাকে বেগবান করেছেন ।কুষ্টিয়ার কন্ঠ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সেটি বাংলাদেশের রোল মডেল হয়েছে। আবৃত্তি শিল্পী আলম আরা জুঁই বলেন- আপনি কুষ্টিয়াতে কিছু অবদান রেখে গেছেন। যেমন, লালন সাঁইজির চুরি হয়ে যাওয়া সেই পান্ডুলিপি -যেটি আপনার উদ্যোগে ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছে।সভাপতি তার নতুন কর্মস্থলে সম্মানের সাথে কাজ করবেন এবং আল্লাহ পাক যেন তাকে এবং তার পরিবারকে ভালো রাখেন। এ পর্যায়ে বক্তব্য রাখেন লালন একাডেমীর তাইজাল আলী খান, শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি আশরাফ উদ্দিন নজু, শাহিন সরকার । সভাপতি কার্যনির্বাহী কমিটি সম্পর্কে বলেন যাদের সাথে সমন্বয় আছে বিভিন্ন কর্মসূচিতে অত্যন্ত দক্ষতার সাথে কালচারাল অফিসার সুজন রহমান অনেক সহযোগিতা করেছেন। আরো কিছু কাজ করার ইচ্ছে ছিল এবং প্রস্তুত হয়েছিলাম। তিনি কাজগুলো বুঝিয়ে দিয়ে যাবেন ব্যক্ত করেছেন। পরিশেষে, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বিদায় সভাপতির হাতে ক্রেস্ট তুলে দেন । নবাগত জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমী সভাপতি আবদুল ওয়াজিদকে ফুল দিয়ে বরণ করে নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি