1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি প্রাপ্তি উপলক্ষ্যে বিভিন্ন উৎসাহ-উদ্দীপনায় সমাপনী সম্পন্ন | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি প্রাপ্তি উপলক্ষ্যে বিভিন্ন উৎসাহ-উদ্দীপনায় সমাপনী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি, ঐতিহ্য মন্ডিত সংস্কৃতির রাজধানী -কুষ্টিয়ার শিল্পী মহলের দীর্ঘদিনের স্বপ্ন নতুন ভবন প্রাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ -অত্যাধুনিক শিল্পকলা একাডেমীর নতুন ভবন অবকাঠামো দিক থেকে পূর্ণতা পেয়েছে ।সে উপলক্ষ্যে জেলা সাংস্কৃতিক উৎসব -২০২২ বুধবার ১৫ জুন বুধবার বিকাল ৩ টা থেকে শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য আনন্দ উৎসবের সমাপনীতে- ৬ টি উপজেলার, শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা কলাকুশলীবৃন্দের অংশগ্রহণে আনন্দ,উদ্দীপনায় ভরপুর ছিল ।কবি ও সাহিত্যিক কনক চৌধুরীর সঞ্চালনায়- বিভিন্ন উপজেলা খোকসা ,দৌলতপুর ,মিরপুর ভেড়ামারা, কুমারখালী , কুষ্টিয়া সদরের জেলা শিল্পকলা একাডেমীর শিল্পী বৃন্দের কবিতা ,গান,নাচ পরিবেশন করা হয়। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও শিল্পকলার কমিটিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এ প্রসঙ্গে বেতার শিল্পী ও সাংস্কৃতিক কর্মী, কোহিনুর খানম বলেছেন -আমাদের নতুন ভবন পেয়ে খুব আনন্দিত !অনেক সময় আমরা পানির মধ্যে কাজ করেছি এখন আধুনিক ভবন আমাদের আরও উৎসাহ যুগিয়ে দেবে। কবি সাহিত্যিক এবং সাংস্কৃতিক কর্মী আলম আরা জুই বলেছেন সুস্থ সংস্কৃতির ধারায় আমাদের কুষ্টিয়া শহর কে এগিয়ে নিতে চাই ।কিশোর ছেলে মেয়েরা বিভিন্নভাবে নেশাদ্রব্য নিচ্ছে -তারা বিপথে চলে যাচ্ছে ।আজ আমাদের শেখ হাসিনার অবদান এই আধুনিক শিল্পকলা ভবনে উন্নত সাউন্ড সিস্টেম সবকিছু মিলিয়ে -ছেলে মেয়েদের সুস্থ সংস্কৃতি চর্চায় উৎসাহ দেবে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাবলু। শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সুজন রহমানের মিউজিক দল দক্ষতার পরিচয় দিয়েছে – এস এম টিপু সুলতান, রোহান, ইমতিয়াজ হাসান টিপু ,প্রদীপ কর্মকার ,আকাশ চক্রবর্তী, জুয়েল আহমেদ ,জাহিদ ও শুভ ।এছাড়া ও সাউন্ড এ ছিলেন- ফরহাদ, ফাহিম , ছায়িম । জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মিরপুর দলের পুতুল নাচ ,জমকালো আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রজ্জলিত আলোর ক্যাম্প, আতশবাজি ও ফানুষ উড়িয়ে সমাপনী পর্ব ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি