1. rashidarita21@gmail.com : bastobchitro :
কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি বাংলা প্রথম পত্র (নতুন ও পুরাতন সিলেবাস) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে রোববার (৬ নভেম্বর) দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়ত উল্লাহ স্বাক্ষরিত এক জরুরি নোটিশ জারি করা হয়।

রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক ঘণ্টা পরীক্ষা চলার পর এ পরীক্ষা স্থগিত করা হয়।

নোটিশে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বিকেলের সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।’

পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।
নোটিশটি সব জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্রসচিব-ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এদিকে রোববার সকালে এইচএসসি ও সমমানের বাংলা প্রথম পত্র পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি