কুষ্টিয়ার কুমারখালীতে কানে হেডফোন নিয়ে রেল লাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকালে কুষ্টিয়ার কুমারখালী সদকী ইউনিয়নের সুলতানপুর এলাকায় গোয়ালন্দঘাট থেকে খুলনাগামী মেইল ট্রেন নকশীকাঁথার ধাক্কায় সাইদুল প্রামাণিক (১৬) নামের ওই ছাত্রের মৃত্যু হয়। নিহত সাইদুল প্রামাণিক (১৬) সদকী ইউনিয়নের ঘাসখাল দরবেশপুর গ্রামের মজিবর প্রামাণিকের ছেলে। সে একই এলাকার গোপালপুর জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল ছাত্র। নিহত সাইদুল ২০২২ এর এস এস সি পরীক্ষার্থী ছিলো। সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিহত ছাত্র সাইদুল সদকী সুলতানপুর এলাকায় রেল লাইনের ওপর দিকে হেঁটে যাচ্ছিলো। এসময় কুষ্টিয়া অভিমুখী মেইল ট্রেন নকশীকাঁথা ট্রেন বার বার হর্ণ বাজালেও সাইদুলের কানে হেডফোন থাকায় ট্রেনের হর্ণের শব্দ শুনতে না পারায় ট্রেন লাইন দিয়েই হাঁটছিলো এসময় ট্রেনের ধাক্কায় সে ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্কুল ছাত্র সাইদুল প্রামাণিকের মৃত্যতে সহপাঠী ও শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ও থানা পুলিশের উপস্থিতিতে স্বজনদের অনুরোধে মরদেহ তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।