1. rashidarita21@gmail.com : bastobchitro :
এবার সত্যিই মারা গেলেন হিথ স্ট্রিক | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

এবার সত্যিই মারা গেলেন হিথ স্ট্রিক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক মারা গেছেন। এর আগে তার মৃত্যুর গুজব ছড়ালেও এবার সত্যিই মারা গেলেন তিনি। স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী।

বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক মারা গেছেন। এর আগে তার মৃত্যুর গুজব ছড়ালেও এবার সত্যিই মারা গেলেন তিনি। স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী।

ফেসবুক পোস্টে নাদিনে লেখেন, ‘আজ ভোরে, ৩ সেপ্টেম্বর ২০২৩ রোববার, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এবং আমার চমৎকার সন্তানদের পিতাকে তার বাড়ি থেকে দেবদূতরা সঙ্গে নিয়ে গেছেন। যেখানে তিনি তার শেষটা পরিবার ও প্রিয়জনবেষ্টিত হয়ে কাটাতে চেয়েছিলেন। তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তিতে আচ্ছাদিত হয়ে গেছেন। আমাদের অন্তর অনন্তকালের জন্য স্ট্রিকের সঙ্গে মিশে গেছে।’
এর আগে গত ২৩ আগস্ট স্ট্রিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তারই একসময়ের সতীর্থ হেনরি ওলোঙ্গার এক টুইট বার্তায় এই খবর দেন। যদিও এরপর তিনিই সবার আগে নিশ্চিত করেছিলেন স্ট্রিক বেঁচে আছেন।

সংবাদমাধ্যমকে হিথ স্ট্রিক নিজেই জানিয়েছিলেন, ‘মৃত্যুর খবর গুজব, আমি ভালো আছি।’ এবার সেই হেনরিই জানালেন স্ট্রিক সত্যিই মারা গেছেন।
বাংলাদেশের ক্রিকেটেও তার আলাদা পরিচিতি রয়েছে। এদেশের ঘরোয়া ক্রিকেটে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন স্ট্রিক। এছাড়া ২০১৪ সালের মে থেকে দুই বছর টাইগারদের বোলিং কোচের দায়িত্বও পালন করেন তিনি। তার সময়ে পেস বোলিংয়ের বাংলাদেশের উন্নতি ছিল চোখে পড়ার মতো।

সুত্রঃ মানবজমিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি