1. rashidarita21@gmail.com : bastobchitro :
ইবিতে পর্যাপ্ত বাজেট নেই গবেষণায় | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

ইবিতে পর্যাপ্ত বাজেট নেই গবেষণায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২

নতুন অর্থবছরে ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। যা গত বছরের তুলনায় এক কোটি ৪৪ লাখ টাকা বেশি। তবে সন্তোষজনক বরাদ্দ নেই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা, গবেষণা, পরিবহন, আবাসিক হলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতসমূহে। মোট বাজেটের প্রায় ৮০ শতাংশই খরচ হবে শিক্ষক, কর্মকর্তাদের বেতন-ভাতা-পেনশনে।

জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে দাবিকৃত ২০০ কোটি ১৪ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয়কে ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় দেখানো হয়েছে ৯ কোটি টাকা। প্রতিবারের মতো এবারো সবথেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়। এ খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ১০৯ কোটি ৭২ লাখ টাকা যা মোট বাজেটের ৬৮ দশমিক ৭০ শতাংশ। এছাড়া পেনশন খাতে মোট বাজেটের ১০.৬৩ শতাংশ। শুধুমাত্র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-পেনশনেই খরচ হবে বাজেটের ৮০ শতাংশ। তবে শিক্ষার্থী সম্পর্কিত খাতসমূহে সর্বদা কম বরাদ্দ দেওয়া হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

এদিকে গবেষণা ও উদ্ভাবন খাতে বরাদ্দ প্রায় শূন্যের কোঠায়। যেখানে বরাদ্দ দেয়া হয়েছে যথাক্রমে শূন্য দশমিক ৮৭ ও শূন্য দশমিক ১২ শতাংশ। গবেষণায় দেওয়া বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. আনোয়ারুল হক জানান, ‘গবেষণায় প্রয়োজনীয় কেমিকেল খুবই ব্যয়বহুল। তাই গবেষণার জন্য বছরে যে অর্থ দেওয়া হয় তা দিয়ে এক মাসও গবেষণা চালানো যায় না। ফলে অনেকেই গবেষণায় আগ্রহ দেখান না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আইটি খাতে দেওয়া হয়েছে ৮০ লাখ টাকা বরাদ্দ। যা মোট বাজেটের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ। যা মাত্র ৪০ লাখ টাকা। হলে বরাদ্দ কম দেওয়ায় সর্বদা নিম্নমানের খাবার খেতে হয় শিক্ষার্থীদের।

এনিয়ে ক্ষোভের শেষ নেই তাদের। শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, প্রশাসনের উচিত ছাত্রদের কথা সবার আগে চিন্তা করা। হলে খাবারের মানের তুলনায় টাকা বেশি নেয়। হলে যদি ভর্তুকি বাড়ানো হয়, তাহলে একটু স্বস্তি পেতাম। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতেও দেওয়া হয়নি পর্যাপ্ত বাজেট।

বাজেট নিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, বরাদ্দ পূর্বের তুলনায় বেড়েছে। তবে চাহিদা অনুযায়ী সামনে আরও বাড়ানোর চেষ্টা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি