1. rashidarita21@gmail.com : bastobchitro :
আইসিসিবিতে শুরু এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

আইসিসিবিতে শুরু এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ১৩তম এশিয়া ফার্মা ও এশিয়া ল্যাব এক্সপো। গতকাল শুরু হওয়া ওষুধশিল্পের সবচেয়ে বড় এ প্রদর্শনী চলবে আগামীকাল (২১ মে) পর্যন্ত। এখানে এক জায়গাতেই মিলছে ওষুধশিল্পের সব অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারি। বাংলাদেশসহ ২২টি দেশের ৩৫৬টি কোম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি নিয়ে জড়ো হয়েছে এক ছাতার নিচে। দেশি উদ্যোক্তাদের সঙ্গে ওষুধশিল্পের সর্বাধুনিক প্রযুক্তির পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, জিপিই এক্সপো প্রাইভেট লিমিটেড ও অ্যালিয়েন্ট লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। গতকাল মেলা ঘুরে দেখা যায়, ওষুধশিল্পের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের কাঁচামাল, অত্যাধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, ওষুধ তৈরির যন্ত্রপাতি, কারখানা ব্যবস্থাপনার সরঞ্জামাদি ও গবেষণার জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরি উপাদান নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এক্সপোয় অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, কানাডা, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের নামিদামি ওষুধ কোম্পানি। আছে ওষুধ তৈরির প্রযুক্তি ও মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান। আয়োজকরা জানান, ক্রেতা ও সেবা সরবরাহকারীদের মধ্যে সেতুবন্ধ তৈরির জন্যই এ প্রদর্শনী। বিশ্বে প্রতিনিয়ত ওষুধশিল্পে নিত্যনতুন প্রযুক্তি আসছে। এখানে প্রতিটি প্রতিষ্ঠান তাদের বিশেষায়িত পণ্য নিয়ে হাজির হয়েছে। ওষুধশিল্পের সঙ্গে জড়িতরা এখানে এক ছাদের নিচে প্রয়োজনীয় পণ্য ও প্রযুক্তি যাচাই করার সুযোগ পাচ্ছেন। বিশেষায়িত মেলা হওয়ায় এখানে দর্শনার্থীও বিশেষায়িত। বিশেষ করে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, ওষুধ প্রস্তুতকারক, ফার্মাসিস্ট, গবেষক, করপোরেট ম্যানেজমেন্ট, প্লান্ট ইঞ্জিনিয়ার, ফার্মেসি ব্যবসার সঙ্গে জড়িতরা, ওষুধশিল্পের প্রযুক্তি ও মেশিনারি উৎপাদনকারী, সরবরাহকারী ও আমদানিকারকরাই এ মেলার দর্শনাথী। গতকাল প্রথম দিনেই দর্শনার্থীতে মুখরিত হয়ে ওঠে মেলাপ্রাঙ্গণ। বিকালে মেলায় আসা সেফার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সিনিয়র সেলস ইঞ্জিনিয়ার ইলিয়াস শাহ সৌরভ জানান, তাঁর প্রতিষ্ঠান প্রসেস ফিল্টার সরবরাহ করে। ট্যাবলেট প্রসেসিং মেশিনে প্রসেস ফিল্টার ব্যবহার করতে হয়। প্রতি মেলায় তাঁদেরও স্টল থাকে। এবার নেই। দেখতে এসেছেন কোন কোন কোম্পানি প্রসেস ফিল্টার উৎপাদন ও সরবরাহ করছে। সেগুলোর মান ও দাম কেমন। পাশাপাশি নিজেদের ফিল্টার সম্পর্কে অন্যদের জানানোর উদ্দেশ্যও আছে। গতকাল সকালে মেলার উদ্বোধন করেন ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এ সময় সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, জিপিই এক্সপো প্রাইভেট লিমিটেডের সিইও পরেশ ঝুরমার্ভালা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি