1. rashidarita21@gmail.com : bastobchitro :
অস্ত্রের মুখে জিম্মি করে সোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

অস্ত্রের মুখে জিম্মি করে সোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

মাদারীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই সোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাধা দেয়ায় নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে।ভুক্তভোগীর পরিবার জানায়, রাতে পেছনের দরজার লক ভেঙে ভবনের নিচতলার ঘরে ঢোকে ১০-১৫ ডাকাত। পরে দেশীয় অস্ত্রের মাধ্যমে জিম্মি করে পরিবারের লোকজনকে রশি দিয়ে বেঁধে ফেলে ডাকাতরা। এ সময় বাধা দিতে গেলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয় বাড়ির কর্তা উত্তম কুমার পালকে। পরে আলমারি ভেঙে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে ডাকাতরা।

পরিবারের চিৎকারে ভবনের দোতলা থেকে (ভবন মালিক) সোনা ব্যবসায়ী রনজিৎ দেবনাথ নেমে এলে তাদের একইভাবে বেঁধে নিচে রেখে দোতলায় ঢোকে ডাকাতরা। সিন্দুকও আলমারির চাবি না দিলে পিটিয়ে আহত করা হয় নারীসহ দুজনকে। পরে সিন্দুক ও আলমারি ভেঙে সোনা ব্যবসায়ী রনজিৎ দেবনাথের ঘর থেকে সোনা, নগদ ৬ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।ভুক্তভোগী উত্তম কুমার পাল বলেন, ‘প্রথমে আমি বাধা দিয়েছিলাম। এজন্য লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তারপরও ঘর থেকে সোনা, নগদ টাকা ও মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা।’

সোনা ব্যবসায়ী রনজিৎ দেবনাথ বলেন, নিচতলার ভাড়াটিয়ার ঘরের কান্নাকাটির খবর পেয়ে যাই। গিয়ে দেখি ডাকাতি চলছে। পরে পরিবারের সবাইকে বেঁধে আমাদের ঘর সবকিছু নিয়ে গেছে।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম সরদার বলেন, ঘটনাস্থল শরিয়তপুরের সীমান্তবর্তী এলাকা হওয়ায় পুলিশের যেতে একটু বেগ পেতে হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি