ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুলিশে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক বেতন স্কেলে- (এডিশনাল ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন কুষ্টিয়ার জেলা পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিব।
সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
এএইচ এম আব্দুর রকিব কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে সাফল্যের সঙ্গে তার নিজের দায়িত্ব পালন করে আসছিলেন।
রাষ্ট্রপতির আদেশ অনুসারে ১২জন বি সি এস কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।