সোহেল খান
ত্রিশটি ফুল ধার দিলাম। বছর বিশেক পর, ফেরৎ দিও চক্রবৃদ্ধি হারে, পুরো তিনশটি। সুদের হারটা নিজেই কষে নিও। যদি, না থাকি আমি, পাপড়িগুলো ভাসিয়ে দিও কোনো বিস্মৃতির মোহনায়। আর ঋণী থাকতে চাইলে রেখে দিও, প্রিয় কোনো ডায়েরির কোণায়।