1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায়, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীত শিল্পীদের প্রশিক্ষণ কর্মশালা। | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায়, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীত শিল্পীদের প্রশিক্ষণ কর্মশালা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সংগীত ও তবলায় উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীত শিল্পীদের আগমনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ১২ ও ১৩ জুলাই- ২০২৩ ,কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে। সংগীতে প্রশিক্ষণ নিলেন ৩৫ জন শিক্ষার্থীবৃন্দ স্বরসাধন, ভৈরব রাগের উপর এবং তবলায় ১৫ জন শিক্ষার্থীকে শুভ্রাংশু চক্রবর্তী তালিম দিলেন হস্তসাধন প্রণালী তবলার একক এবং তবলা লহরা। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হলে শিল্পকলা অডিটরিয়ামে উচ্চাঙ্গ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয় । উচ্চাঙ্গ সংগীত সন্ধ্যায় অংশগ্রহণ করেন শ্যামসুন্দর গোস্বামী ও শুভ্রাংশু চক্রবর্তী। প্রশিক্ষণ শেষে শ্যামসুন্দর গোস্বামী বলেন- উচ্চাঙ্গ সঙ্গীত সাধনার জন্য সুযোগ্য গুরুর প্রয়োজন । ১২ তরিখ ওয়ার্কশপে ওস্তাদ শ্যামসুন্দর গোস্বামী -স্বরসাধন, রেওয়াজ পদ্ধতি এবং প্রত্যেক শিক্ষার্থীবৃন্দকে ইমন রাগের কলাকৌশল গুলো তালিম দিলেন । শুভ্রাংশু চক্রবর্তী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তিতে বলেন- নবাগত শিক্ষার্থীরা যথেষ্ট সম্ভাবনাময় হস্তসাধন প্রণালী, এবং তবলার একক,তিন তালে লহরা প্রশিক্ষণ দিয়েছেন। আগামীতে এসব শিল্পী বৃন্দ তবলায় আরো এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি