শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীত কর্মশালার সমাপ্তিতে স্বীকৃতি পত্র বিতরণ করা হয। বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা আয়োজিত ১০/১১ জুলাই দুদিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসাবে তালিম দিলেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং তার সহধর্মিনী কল্পনা আনাম । কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় প্রতিযোগিতায অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থী এবং সকল প্রশিক্ষণার্থীদের মাঝে স্বীকৃতিপত্র বিতরণ করা হয়। স্বীকৃত পত্র বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সুজন রহমানের সভাপতিত্বে চৌধুরী সঞ্চালনায়- উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য শিল্পী খায়রুল আনাম শাকিল ও তার সহধর্মিণী কল্পনা আনাম , ইসলামি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডঃ সরওয়ার মোর্শেদ রতন, কুষ্টিয়া সরকারি কলেজ অধ্যাপিকা ডঃ আকলিমা খাতুন ইরা, বাংলাদেশ নজরুল একাডেমী্র সভাপতি ও সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী, ভারত থেকে আগত পন্ডিত শ্যামসুন্দর গোস্বামী, শুভ্রাংশু চক্রবর্তী,রাজশাহী বেতার শিল্পী কোহিনুর খানম , শিক্ষার্থীদের মাঝে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বীকৃতপত্র প্রদানের মাধ্যমে সভাপতি বলেন শুদ্ধ সুর ও সংগীত চর্চার মাধ্যমে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে নজরুল সঙ্গীতের প্রসার বৃদ্ধি করা সম্ভব। পরিশেষে দুদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।