জাগ্রত সাহিত্য পরিষদের উদ্যোগে দুই বাংলার সাহিত্য গুণীজন সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত হলো ঢাকা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও কবি শিহাব রিফাত আলমের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে। সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ২ জুন বিকাল ৪ টা প্রথম পর্বে চিত্রাঙ্গন প্রতিযোগিতাও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বাংলার অধ্যাপক মনোজিৎ রায় এবং উদ্বোধক হিসাবে সাংবাদিক বরুন চক্রবর্তী। জাদু প্রদর্শন করেন ডক্টর প্রিয়দর্শী মজুমদার ।
উপস্থিত ছিলেন ভারতের আরও বিশিষ্টজন পুষ্প বৈরাগ্য ,পায়েল মান্না আরো অনেকে।
সন্ধ্যায় দ্বিতীয় পর্বে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে – কবি লেখক ও গবেষক ডক্টর আমানুর আমানের সভাপতিত্বে এস, এম জামাল ও কনক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার মাসুম রেজা ,পুনাক সভাপতি দিলরুবা আলম,
মিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফিন ,সহ-সভাপতি আমিনুল হক রতন , কুষ্টিয়ার প্রেসক্লাব সভাপতি আনিসুজ্জামান ডাবলু, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম, কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও ভারতের বিশিষ্ট কবি তাপস ব্যানার্জি।
অতিথিবৃন্দের বক্তব্য শেষে ভারতের অধ্যাপক মনোজিৎ রায় কে স্বর্ণপদক প্রদান করা হয় ।গুণীজন সন্মাননা স্মারক পেলেন সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী ,নাট্যকার মাসুম রেজা এবং কুষ্টিয়ায় বিশিষ্ট গুণে গুণান্বিত জুটিদ্বয়কে সন্মাননা প্রদান করা হয়। কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম ও সহধর্মিনী দিলরুবা আলম। কবি ও সাহিত্যিক ডঃ ইমদাদ হাসনায়েন ও সহধর্মিনী বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ডক্টর সারিয়া সুলতানা।
আরো অনেক জুটি এবং বিভিন্ন সংগঠন সম্মাননা স্মারক পেলেন।
বিভিন্ন জেলা থেকে সাহিত্য জাগ্রত পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Seen by Bastob Chitro at 3:58 AM