1. rashidarita21@gmail.com : bastobchitro :
সরিষার ভালো ফলনে কমবে ভোজ্যতেলের ঘাটতি | Bastob Chitro24
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

সরিষার ভালো ফলনে কমবে ভোজ্যতেলের ঘাটতি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

দিনাজপুরে সরকারি সহায়তা সরিষার ব্যাপক আবাদ হয়েছে। সরিষার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। চলতি বছর ৬ হাজার ৬৪০ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। এভাবে সরিষার চাষ হলে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমে আসবে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আমদানি নির্ভর সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় বিকল্প হিসেবে এ অঞ্চলে সরিষার তেলের ব্যবহার বেড়েছে। সয়াবিন তেলের বিকল্প হিসেবে অনেকেই সরিষার তেল কিনছেন। চলতি মৌসুমে দিনাজপুরে গত বছরের চেয়ে সরিষার আবাদ ৬ হাজার ৬৪০ হেক্টর বেশি হয়েছে। প্রতি মণ (৪০ কেজি) সরিষা থেকে তেল পাওয়া যায় ১৬ লিটার। এক মেট্রিক টন সরিষা থেকে তেল উৎপাদন হয় ৪০০ লিটার। সে হিসাব অনুযায়ী ২৯ হাজার ৪৯২ মেট্রিক টন সরিষায় তেল উৎপাদন হবে ১ কোটি ১৭ লাখ ৯৬ হাজার ৮০০ লিটার। সরিষার এ ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের শোভা দেখা যাচ্ছে।

বিরল উপজেলার বাজনাহার গ্রামের কৃষক ওয়াহেদুল আলম জানান, চার বিঘা জমিতে সরিষার চাষ করেছি। এক বিঘা জমিতে খরচ হয়েছে সাড়ে ১০ হাজার টাকা। ফলন ভালো হয়েছে। তিনি সরিষা কাটা ও মাড়াই শুরু করেছেন। বিঘাপ্রতি ৮-৯ মণ করে সরিষা পাবেন। বর্তমান বাজার অনুযায়ী সরিষা বিক্রি করলে প্রতি বিঘার সরিষা ২৫ হাজার টাকায় বিক্রি হবে। এতে তার বিঘাপ্রতি লাভ হবে ১৪ থেকে ১৫ হাজার টাকা। বাড়তি আয়ের পাশাপাশি পরিবারের ভোজ্যতেলের চাহিদাও মিটবে। আগামী বছর আরও বেশি সরিষা চাষ করবেন বলেও জানান তিনি।

এদিকে সরিষার তেল মিলগুলো আবার সচল হয়েছে। বিক্রি বেড়ে যাওয়ায় সরিষার তেল মিলগুলো সরিষা ভেঙে ভোক্তাদের কাছে তেল বিক্রি করছে। বড়বন্দর উদয়ন তেল মিল মালিক সমর চক্রবর্তী জানান, দিনে দিনে সরিষার তেল ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে। গত কয়েক বছরের তুলনায় ক্রেতার সংখ্যা যেমন বেড়েছে, সরিষার আবাদ হয়েছে অনেক বেশী। আগে প্রতি কেজি তেল বিক্রি হতো ২২০ টাকায় এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা।

তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ঢাকার মনিটরিং অফিসার এস এম গোলাম সারওয়ার জানান, সয়াবিন ও পাম তেলের বিকল্প হিসেবে সরিষার তেল গুণগত এবং পুষ্টিগত দিক দিয়ে ভালো।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মুহম্মদ নুরুজ্জামান জানান, চলতি মৌসুমে দিনাজপুরে গত বছরের চেয়ে ৬ হাজার ৬৪০ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হয়েছে। ভোজ্যতেলের চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান করতে কৃষকদের এবার সরিষা আবাদে উৎসাহিত করা হচ্ছে।

জেলা কৃষি বিভাগের তথ্য মতে উৎপাদনের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২৯ হাজার ৪৯২ মেট্রিক টন সরিষা থেকে জেলায় এবার ১ কোটি ১৮ লাখ লিটার ভোজ্যতেল উৎপাদন সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি