বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১৭৭ রানেই গুটিয়ে গিয়েছিল। তাও সেটা প্রথম দিন শেষ হওয়ার আগেই। অজিদের অল্প রানের জবাবটা দারুণভাবেই দিয়েছে স্বাগতিক ভারত। নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হয়েছে তারা।
বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টটা হয়তো ভারতের হাতেই চলে গেল। কারণ, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের জবাবে ভারত নিজেদের প্রথম ইনিংসে করেছে ৪০০ রান। যেখানে তাদের লিড দাঁড়িয়েছে ২২৩ রানে।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দুর্দান্ত ব্যাটিং করেছেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। দীর্ঘ দেড় বছর পর টেস্টে শতক হাঁকিয়ে রেকর্ড গড়েন রোহিত। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতের এটি প্রথম শতক। পাশাপাশি, ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন তিনি। বিশ্বে চতুর্থ অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়েছেন রোহিত। এর আগে অধিনায়ক হিসেবে তিন সংস্করণে সেঞ্চুরি পেয়েছেন তিলকরত্নে দিলশান, ফাফ ডু প্লেসি, বাবর আজম।
১২০ রান করে প্যাভিলিয়নে ফেরার পর দলের বড় লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অজিদের ধসিয়ে দেয়া স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার ব্যাট থেকে আসে ৭০ রান। আর শেষের দিকে ব্যাট হাতে জ্বলে উঠেন অক্ষর প্যাটেল। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় অর্ধশতক করে ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৮৪ করে।
এদিকে অজিদের মধ্যে অভিষিক্ত স্পিনার টড মার্ফি দুর্দান্ত বোলিং করেছেন। দ্বিতীয় দিনে ৫ উইকেট পাওয়ার পর তৃতীয় দিনে আরও দুই উইকেট পেয়েছেন তিনি। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের এখন থেকেই আঁচ পাওয়া যাচ্ছে। কারণ, অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে নেমে ২২৩ রান করে ভারতকে একটা সম্মানজনক টার্গেট ছুড়ে দেয়া যে কঠিনই হবে তা সবার জানা।