কাতার বিশ্বকাপকে ইতিহাসের সেরা বিশ্বকাপ বলা হয়ে থাকে। যেখানে ৩৬ বছর পর আবারও শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মেসির কল্যাণে কাতার বিশ্বকাপটা সবার কাছেই অসাধারণ। তবে মেসির চোখে বিশ্বকাপ জেতাটা সিনেমার শেষ দৃশ্যের মতো।
নিজের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে এসে শিরোপার ছোঁয়া পেয়েছেন মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপে অনেক কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে কাতার বিশ্বকাপে মেসির অসাধারণ পারফরম্যান্সে আর্জেন্টিনা জয় করে নিয়েছে তাদের তৃতীয় শিরোপা।
শুধু শিরোপাই নয়, কাতার বিশ্বকাপে মেসি জিতেছেন সেরার পুরস্কারও। সাত গোল করেছেন তিনি। যেখানে তার আগে শুধু ছিলেন আট গোল নিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে সেরার পুরস্কারের চেয়ে মেসির কাছে শিরোপা জেতাটাই বেশি আনন্দের ছিল। এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, বিশ্বকাপ শিরোপা জেতাটা তার কাছে সিনেমার শেষ দৃশ্যের মতো।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলের সঙ্গে সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমরা আমাদের বন্ধুবান্ধব, পরিবারের সদস্যদের যেভাবে বলে থাকি, ব্যাপারটা তেমনই, এটা লেখা ছিল। এটা ছিল সিনেমার শেষ দৃশ্য। মধুর সমাপ্তি হওয়ারই ছিল। আমি একবার বলেছিলাম, স্রষ্টা আমাকে একটা বিশ্বকাপ দেবেন। জানি না কী কারণে অনুভূতিটা এসেছিল। কিন্তু সেটা খুব জোরালোই ছিল। আমার মনে হয়, স্রষ্টা সেরা সময়টাই বেছে নিয়েছেন। এভাবে শেষ করতে পারাটা আসলেই দারুণ ব্যাপার।’
এদিকে কাতার বিশ্বকাপ শিরোপা জয়ের পর আর কোনো কিছুই জয়ের বাকি থাকল না মেসির। ইতিহাসের সবচেয়ে বেশিবার ব্যালন ডি’অর (৭ বার), চ্যাম্পিয়ন লিগ, লিগ শিরোপাসহ জিতেছেন অসংখ্য শিরোপা। তাই হয়তো সামনেই ফুটবলকে বিদায় জানানোর একপ্রকার ইঙ্গিত দিয়ে রাখলেন এলএম টেন।
সাক্ষাতকারে মেসি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারের ফুটবলীয় বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। জাতীয় দলের হয়ে সবকিছুই অর্জন করেছি, একসময় এমন অর্জনের স্বপ্ন দেখতাম আমি। ফুটবলের সঙ্গে যখন যাত্রা শুরু করেছিলাম, কখনো কল্পনাও করিনি এমন কিছু ঘটতে চলেছে। আমার কোনো অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু আমি চাইতেও পারি না। ২০২১ সালে আমরা কোপা আমেরিকা জিতেছিলাম। তারপর বিশ্বকাপ। আমার আর কিছু বাকি নেই পাওয়ার। অনবদ্যভাবে শেষ হতে চলেছে আমার ক্যারিয়ার।