1. rashidarita21@gmail.com : bastobchitro :
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না আফগান নারীরা | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না আফগান নারীরা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। রোববার(২৯ জানুয়ারি) আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা নিউজ এজেন্সী জানায়, উচ্চশিক্ষা মন্ত্রণালয় থেকে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে

আফগানিস্তানে নারীদের ওপর তালেবানের নিষেধাজ্ঞার খড়্‌গ যেন থামছেই না। এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষায় নারীদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারির শেষের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কথা রয়েছে।

 তবে তার আগেই তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের অংশগ্রহণের সুযোগ না দিতে নির্দেশ দিয়েছে তালেবান। বিশ্ববিদ্যালয়ে আফগান নারীরা পড়তে পারবেন না সে ঘোষণা আগেই দিয়েছিল তালেবান সরকার। এরই ধারাবাহিকতায় এবার এ নিষেধাজ্ঞা দেয়া হলো।
 
চিঠিতে যেসব প্রতিষ্ঠান নির্দেশনা মানবে না, তাদের আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে কঠোর হুঁশিয়ারিও দেয়া হয়েছে। ২০২১ সালে কাবুল দখলের মধ্য দিয়ে পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। ক্ষমতা নেয়ার পর আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের জন্য আলাদা শ্রেণিকক্ষ ও প্রবেশপথ চালু করেছিল তালেবান। সেসময় বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শুধু নারী শিক্ষক বা বয়স্ক পুরুষ শিক্ষক পড়াতে পারতেন।
 
এর কিছুদিন পরই বিশ্ববিদ্যালয়ে আফগান নারীরা পড়তে পারবেন না বলে ঘোষণা আসে। দেয়া হয় এনজিওতে নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞা। আফগানিস্তানে নারীদের কাজ ও পড়াশোনার ওপর বিধিনিষেধ আরোপ করায় আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে তালেবান সরকার। পশ্চিমা কূটনীতিকরা বলছেন, আন্তর্জাতিকভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চাইলে তালেবানকে অবশ্যই নারীবিষয়ক নীতিমালায় পরিবর্তন আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি