1. rashidarita21@gmail.com : bastobchitro :
নৌকা দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক টটেনহ্যাম ফুটবলার | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

নৌকা দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক টটেনহ্যাম ফুটবলার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার অ্যান্টন ওয়াক্স একটি মর্মান্তিক নৌকা দুর্ঘটনায় প্রাণ হারালেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশনে এক নৌকা দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ২৫ বছর বয়সী এই ফুটবলারকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তার ক্লাব শার্লট এফসির পক্ষ থেকে ঘটনাটি জানানো হয়।

সাবেক টটেনহ্যাম ও পোর্টসমাউথে খেলা এই ডিফেন্ডার চলতি গত মৌসুমেই শার্লট এফসিতে যোগ দিয়েছিলেন। সেখানে প্রাক-মৌসুমের ম্যাচের আগে মিয়ামি মেরিন স্টেডিয়ামের কাছে একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার দেয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওয়াক্সকে মৃত ঘোষণা করা হয়।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে ওয়াক্সের ক্লাব শার্লট শোকবার্তা জানিয়ে লিখেছে, ‘শার্লট ফুটবল ক্লাব দুঃখের সঙ্গে হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করছে যে, ডিফেন্ডার অ্যান্টন ওয়াক্স দক্ষিণ ফ্লোরিডায় একটি দুর্ঘটনার পরে বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন।’

লন্ডনে জন্ম নেয়া এই ফুটবলার ১৬ বছর বয়সে টটেনহ্যাম হটস্পারে যোগ দেন। সেই সময়েই তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয়। ২০১৬ সালের সেপ্টেম্বরে গিলিংহ্যামের বিরুদ্ধে লিগ কাপ টাইতে ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে তার অভিষেক হয়। আটলান্টা ইউনাইটেড এবং পোর্টসমাউথ-এ টানা লোনে খেলার পর, তিনি পরবর্তীতে পোর্টসমাউথের সঙ্গে একটি স্থায়ী চুক্তি স্বাক্ষর করেন এবং পরে আবার আটলান্টা ইউনাইটেডে যোগ দেন।

২০২১ সালে ওয়াক্স শার্লট এফসিতে যোগ দেন এবং অবিলম্বে ভক্তদের প্রিয় হয়ে ওঠে। ডিফেন্ডার হওয়া সত্ত্বেও ওয়াক্স সেন্ট্রাল মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি