1. rashidarita21@gmail.com : bastobchitro :
নারী টি-২০ বিশ্বকাপ টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

নারী টি-২০ বিশ্বকাপ টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (১৬ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছেন বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

প্রথম ম্যাচে ফেবারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। দিশা-মারুফাদের আগুন ঝরানো বোলিংয়ের পর অজি মেয়েদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করেন প্রত্যাশা-দিলারারা। তাদের জুটিই বাংলাদেশের জন্য ম্যাচটা সহজ করে দেয়।

উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ নারী দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। রানের খাতা না খুলেই আউট হন মিষ্টি সাহা। তবে সেখান থেকে প্রত্যাশা-দিলারার ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরে স্বর্ণা-সুমাইয়া জুটিতে ভর করে জয় তুলে নেয় বাংলাদেশ। তাতে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় পেয়েছিল দিশারা। আফ্রিকার মাটিতে তিন ম্যাচে অপরাজিত বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইছে ইয়াং টাইগ্রেসরা।

অন্যদিকে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসর শুরু করেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। দিশা-দিলারাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারাও। এ ম্যাচ জিতলে সুপার সিক্স অনেকটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ
আফিয়া প্রত্যাশা, দিলারা আক্তার, মিষ্টি সাহা, স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, রাবেয়া, দিশা বিশ্বাস (ক্যাপ্টেন), মারুফা আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা ও রেয়া শিখা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি