1. rashidarita21@gmail.com : bastobchitro :
কমেছে ধানের দাম, তবে খুশি কৃষক | Bastob Chitro24
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

কমেছে ধানের দাম, তবে খুশি কৃষক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

নওগাঁর হাটে ধানের সরবরাহ বেড়েছে। এতে মোটা ধানের দাম মণপ্রতি ৪০ টাকা পর্যন্ত কমেছে। তবে ঊর্ধ্বমুখী বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি কৃষক।

শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে সরেজমিন দেখা যায়, তীব্র শীত উপেক্ষা করে প্রান্তিক চাষিরা ধান বিভিন্ন বাহনে করে বিক্রির জন্য নিয়ে আসেন। গত সপ্তাহ থেকে নওগাঁর স্বরমতিপুর হাটে স্বর্ণা-৫ ও সুগন্ধি জাতের ধানের সরবরাহ বাড়ছে। যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পাইকারি ব্যবসায়ীদের উপস্থিতি।

নওগাঁর কৃষি বিভাগের তথ্য বলছে, সার, কিটনাশকসহ নানা কৃষি উপকরণের বাড়তি দরে এবার প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকদের ২৩ থেকে ২৪ টাকা গুনতে হচ্ছে। আর এসব ধান হাটে তোলার পর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়।

ধানের দামে সন্তুষ্ট এক প্রান্তিক কৃষক বলেন, ‘বাজার অনুপাতে ধানের দাম ভালো পরিস্থিতিতে আছে। ধানের দাম এমন থাকলে আমাদের অসুবিধা হবে না। এ দামে বিক্রি করে আমাদের লাভ হচ্ছে।’

এ হাটে প্রতি মণ মোটা স্বর্ণা-৫ চাল ৪৯ টাকা এবং নাজিরশাইল ৩০ থেকে ৪০ টাকা কম দামে কিনছেন মিলাররা। তবে মণপ্রতি ৭০ থেকে ৮০ টাকা করে বেড়েছে সুগন্ধি জাতের ব্রি- ৯০ ও ব্রি-৩৪ ধানের দাম।

ধানের বর্তমান দামে খুশি থাকলেও কৃষকরা ধানের ভালো বাজার ধরে রাখতে প্রশাসনের তদারকি দাবি করেছেন। এদিকে ব্যবসায়ীরা বলছেন, করপোরেট প্রতিষ্ঠানের বেঁধে দেয়া দরে ধান কেনার কারণে হাটে দাম ওঠানামা করে।

এক পাইকারি ব্যবসায়ী বলেন, ‘বাংলাদেশে যে করপোরেট প্রতিষ্ঠানগুলো আছে, তারা আমাদের ধানের দাম বেঁধে দিয়েছে। এ কারণে বাজারদর এমন ওঠানামা করে। তা ছাড়া বর্তমানে ধানের বাজার ভালো রয়েছে।’

উল্লেখ্য, চলতি আমন মৌসুমে এ জেলায় ১ লাখ ৯৮ হাজার হেক্টর জমি থেকে সাড়ে ৯ লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি