1. rashidarita21@gmail.com : bastobchitro :
নড়াইলে ব্যাট-বল হাতে মাশরাফীর বিপিএল প্রস্তুতি | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

নড়াইলে ব্যাট-বল হাতে মাশরাফীর বিপিএল প্রস্তুতি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
বিপিএল সামনে রেখে নড়াইলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এর আগে বোলিং অনুশীলন করলেও সোমবার (২ জানুয়ারি) পুরোদমে ব্যাটিং প্র্যাকটিস করেছেন নড়াইল এক্সপ্রেসখ্যাত জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াচ্ছে আগামী ৬ জানুয়ারি। জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএলে ঠিকই থাকছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সিলেট স্ট্রাইকার্সের আইকন ক্রিকেটার হিসেবে এবারের আসরে খেলবেন নড়াইল এক্সপ্রেস। রাজনীতির মাঠে সক্রিয় মাশরাফী খেলার মাঠে এখন অনিয়মিত। তাই মেগা টুর্নামেন্ট সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি।

নিজের এলাকা নড়াইলের বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ স্টেডিয়ামেই নিজেকে ঝালিয়ে নেওয়ার কাজটা করছেন ৩৯ বছর বয়সী তারকা। বোলিংয়ের পাশাপাশি টি-টোয়েন্টি ঢংয়ে ব্যাটিংটা আরও একবার ঝালিয়ে নিচ্ছেন তিনি । নড়াইল এক্সপ্রেসের ব্যাটিংয়ের ব্যাটিংটা মন্দ নয়। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে অনেক মারকুটে ইনিংস আছে তার। চার-ছক্কায় দর্শক মাতিয়েছেন অনেকবার বিপিএলের নবম আসরের আগে হয়তো সেই ব্যাটার সত্তার পুনর্জাগরণের প্রত্যয় জাতীয় দলের সাবেক অধিনায়কের।

ক্রিকেটার থেকে তিনি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। নড়াইল-২ আসনের সংসদ সদস্য সম্প্রতি হয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকও। কিন্তু খেলার মানুষ কী আর মাঠ ছেড়ে থাকতে পারেন! বিপিএলের মৌসুমে এখনও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ মাশরাফীকে নিয়ে।

বিপিএলে  সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামতে প্রস্তুত হচ্ছেন মাশরাফী। প্রতিযোগিতামূলক খেলার বাইরে আছেন ৮ মাসের বেশি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন গত বছর এপ্রিলে।

এবারের বিপিএলের জন্য অনুশীলন শুরু করেছেন ২০২২’এর শেষদিকে। ওজন কমিয়ে নিজেকে ফিট করে এখন শান দিচ্ছেন নিজের স্কিলের। হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে অনেকবার। ক্যারিয়ারের শুরুর দিকের সেই গতি নেই এখন। কয়েক বছর ধরে বোলিং করছেন শর্ট রানআপে। চেষ্টা করেন লাইন-লেন্থ বজায় রেখে বোলিংয়ের। নড়াইল স্টেডিয়ামে সেভাবেই সেরেছেন অনুশীলন। আর ব্যাট হাতে নামলেন এই প্রথম।

নির্বাচনী এলাকায় ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ শিরোনামে ইউনিয়নে ইউনিয়নে এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে নড়াইলে অবস্থান করছেন মাশরাফী। দক্ষিণাঞ্চলের জেলাটির খেলাধুলার উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি বিপিএলের পরিকল্পনাও চালিয়ে যেতে হচ্ছে সিলেট স্ট্রাইকার্স আইকনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি