1. rashidarita21@gmail.com : bastobchitro :
সরবরাহ বাড়ায় দাম কমেছে শীতকালীন সবজির | Bastob Chitro24
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

সরবরাহ বাড়ায় দাম কমেছে শীতকালীন সবজির

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় গত সপ্তাহের চেয়ে অধিকাংশ সবজির দাম কেজি প্রতি ২ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। দাম কমায় ব্যবসায়ীদের বেচাকেনা ভালো হলেও, উৎপাদন খরচ উঠছে না বলে জানায় কৃষকরা।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট হয়ে ওঠে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজি বাজার। শীতকালীন সবজিতে বাজার এখন ভরপুর। এসব সবজির সরবরাহ বাড়ায় কমেছে দামও। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, গাজর, টমেটোসহ সব ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালে রয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তবে কৃষকেরা বলছেন, বাজারে সবজির দাম কমে যাওয়ায় লোকসান গুণতে হচ্ছে। উৎপাদন খরচ তোলা নিয়েই চিন্তিত তারা।


বুধবার (২১ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের চেয়ে সবজি ভেদে কেজি প্রতি ২ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
শীতকালীন সবজির গত সপ্তাহ ও আজকের মূল্য তালিকা:

  • ফুলকপি:  ৩০ টাকা থেকে কমে ২০-২২ টাকা
  • বাঁধাকপি:  ২০ টাকা থেকে কমে ১২-১৫ টাকা
  • শিম:         ৩৫ টাকা থেকে কমে ২৫ টাকা
  • টমেটো:    ৭০ টাকা থেকে কমে ৪০ টাকা
  • গাজর:      ৫০ টাকা থেকে কমে ৩০ টাকা
  • মুলা:          ১০ টাকা থেকে কমে ৫ টাকা

পাইকারি এ সবজি বাজারে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি কেনাবেচা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি