1. rashidarita21@gmail.com : bastobchitro :
জিতেও বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

জিতেও বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে কোস্টারিকার বিপক্ষে জিততেই হতো জার্মানদের। সেই সঙ্গে জাপানের বিপক্ষে জয় দরকার ছিল স্পেনেরও; অথবা ম্যাচটি ড্র হলেও হতো। এমন সমীকরণ নিয়েই আল বায়েত স্টেডিয়ামে খেলতে নেমেছিল ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। লস তিকোসদের বিপক্ষে জার্মানি জয় পেল ঠিকই। কিন্তু অন্য ম্যাচে স্পেন হেরে যাওয়ায় কপাল পুড়ল জার্মানির।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে হাইভোল্টেজ ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে জার্মানি। কিন্তু স্পেনের সমান ৪ পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল ডি মানশাফটরা।

আল বায়েত স্টেডিয়ামে প্রথম থেকেই চোখ রাঙাতে থাকে জার্মানরা। তারা এর ফলও পেয়ে যান ম্যাচের ১০ম মিনিটে। রাউমের অ্যাসিস্টে হেডে গোলটি করেন বায়ার্ন মিউনিখ তারকা সার্জ গ্রানাব্রি। অবশ্য প্রথম ১৫ মিনিটে যে লক্ষণ দেখা গেছে, তাতে কমপক্ষে ৩-০ গোলে এগিয়ে যেতে পারত চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ফ্রি হেডার ফসকে যায়।

এর আগে শুরুতে কয়েকটি সুযোগ হাতছাড়া করেন মুসিয়ালা ও মুলার। ম্যাচের ২ মিনিটে বক্সের বাইরে থেকে মুসিয়ালার জোরাল শট রুখে দেন নাভাস। চতুর্থ মিনিটে কর্নার লাইনের বাঁ দিক থেকে মুসিয়ালার শট ফের রুখে দেন কোস্টারিকার গোলরক্ষক। ৩ মিনিট পর আরও একটি সুযোগ নষ্ট করেন বায়ার্ন মিউনিখ তারকা। পরের মিনিটেই সুবর্ণ সুযোগ নষ্ট করেন থমাস মুলার।

ডানপ্রান্ত থেকে জোশুয়া কিমিচের দুর্দান্ত ক্রস। মুলার পুরো আনমার্কড ছিলেন। তার কাছে হেড করার যথেষ্ট সময় ছিল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলেন তিনি। ২ মিনিট পরেই এগিয়ে যায় জার্মানরা। বাঁ দিক থেকে ডেভিড রাউমের ক্রস থেকে হেডে গোলটি করেন সার্জ গ্রানাব্রি। বিশ্বকাপে বার্য়ান মিউনিখের তারকার এটাই প্রথম গোল।

ম্যাচের ১৪তম মিনিটে বক্সের মধ্যে ফ্রি হেডারের সুযোগ পেয়েছিলেন গোরেটজকা। কিন্তু সফল হননি তিনি। প্রথমার্ধের বাকি সময় আরও কয়েকটি সুযোগ নষ্ট হয় জার্মানদের। শেষ পর্যন্ত ১-০ স্কোরলাইনে বিরতি যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধে তেঁতে উঠে দুদলই। পরপর কয়েকটি সুযোগ নষ্ট করে জার্মানরা। বিপরীতে ম্যাচের ৫৮তম মিনিটে কোস্টারিকাকে সমতায় ফেরান তেজেদা। জার্মান ডিফেন্ডার ও গোলরক্ষক নয়্যারের ভুলে গোল করেন এই মিডফিল্ডার। ৭০তম মিনিটেই দ্বিতীয় গোলের দেখা পায় কোস্টারিকা। গোল করেন হুয়ান পাবলো ভারগাস। অবশ্য সমতায় ফিরতে সময় নেয়নি জার্মানরাও। ৩ মিনিট পর গোল করেন কাই হার্ভার্টজ। স্পেনের বিপক্ষে হার এড়ানোর নায়ক ফুলক্রুগের সহায়তায় লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের ৮৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন হার্ভার্টজ। ৪ মিনিট পর ফুলক্রুগের গোলে আরও এগিয়ে যায় জার্মানি।

এ সময় জার্মানির নজর ছিল স্পেন-জাপান ম্যাচের দিকে। ম্যাচটিতে স্পেন জিতলে বা ড্র করলেও শেষ ষোলোর টিকিট পেত ডি মানশাফটরাই। কিন্তু জাপানের কাছে ১-২ ব্যবধানে স্পেন হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি