1. rashidarita21@gmail.com : bastobchitro :
চট্টগ্রামে ১০ লাখ লোকের সমাবেশ হবে: কাদের | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

চট্টগ্রামে ১০ লাখ লোকের সমাবেশ হবে: কাদের

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রামে ৪ ডিসেম্বরের জনসভায় ১০ লাখ লোকের সমাবেশ হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে পুরানো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, কত জনসমাগম হয় দেখাব, ৪ ডিসেম্বর। দশ লাখের সমাগম হবে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে।

বিএনপির উদ্দেশে কাদের বলেন, টাকা পাইলেই বিএনপি খুশি। মির্জা ফখরুল টাকার বস্তায় শুয়ে আছেন। ভোট চুরি, ভুয়া ভোটারের বিরুদ্ধে খেলা হবে। টাকার খেলা হবে না, খেলা হবে জনতাকে সঙ্গে নিয়ে।

রংপুরে বিএনপির সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, রংপুরে রং-বেরঙয়ের নাটক চলছে। তিনদিন আগে নেতাকর্মীদের সমাবেশে মাঠে নিয়ে আসছে। তারা মঞ্চে, গুদাম ও গোডাউনে ঘুমাচ্ছে। সব নাটক চলছে। বিএনপির হাতে বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের মুল্যবোধ নিরাপদ নয়।

এর আগে, সম্মেলন সফল করতে বেলা ১১টার পর থেকেই জেলার নেতাকর্মীরা জড়ো হতে থাকেন রাজধানীর শেরে বাংলা নগরের পুরানো বাণিজ্য মেলার মাঠে।

এছাড়া সকাল থেকেই কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর থেকে নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। এরপর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনস্থলে যান।

ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মিছিল ও ট্রাকে করে আসেন নেতাকর্মীরা। এছাড়া অনেকে হাতি ও নৌকা নিয়েও সমাবেশস্থলে আসেন।

জেলার নেতারা বলছেন, বিএনপির বিভাগীয় সমাবেশের চেয়ে ঢাকা জেলার সম্মেলনে লোক সমাগম অনেক বেশি হবে। জবাব দেয়া হবে বিএনপির দুঃশাসনের।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ- এ পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। তৃণমূলের প্রত্যাশা, এই সম্মেলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ জেলাটির আগামী তিন বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হবে এবং সম্মলেনে কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। এছাড়া সম্মেলনের মধ্যদিয়ে দক্ষ নেতৃত্ব আসবে বলেও প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি