ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া সরকারি কলেজ শাখার নবনির্বাচিত সভাপতির পদ পেয়েছেন ‘ফেরদৌস খন্দকার’।
শনিবার দিবাগত রাতে কুষ্টিয়া সরকারি কলেজ শাখার আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য কমিটি ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলার সভাপতি ‘আতিকুর রহমান অনিক’ ও সাধারণ সম্পাদক ‘শেখ হাফিজ চ্যালেঞ্জ’ এর ঘোষিত এ কমিটিতে সভাপতির দায়িত্ব পান ‘ফেরদৌস খন্দকার’।
এর আগে তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। কুষ্টিয়া সরকারি কলেজের এই মেধাবী শিক্ষার্থী এ দায়িত্বের মাধ্যমে ছাত্রলীগের রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে চান।
পদ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, যারা আমাকে ‘সভাপতি’ পদের মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। অতীতের মতো সামর্থে্র সর্বোচ্চ দিয়ে সংগঠনের জন্য কাজ করবো। সুসময়ের পাশাপাশি দুঃসময়েও পাশে থেকে ছাত্রলীগের পতাকা উড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এ উদীয়মান ছাত্র নেতা।
কুষ্টিয়া শহরের ৪নং ওয়ার্ড ঈদগাহ পাড়ার এ কৃতী সন্তান দীর্ঘ, ৯ বছর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাছাড়া তিনি মহামারি করোনা ভাইরাসের সময় স্বেচ্ছাসেবকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।