অনেক দিন ধরে ক্রিকেটের বাইরে আছেন মুশফিকুর রহিম। দল নিউজিল্যান্ডে থাকলেও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ায় সেখানেও নেই তিনি। ‘এ’ দলের হয়ে ভারত সফরের প্রস্তাব দেয়া হলেও ফিরিয়ে দিয়েছেন। জানা যায়, জাতীয় লিগ তথা এনসিএলে খেলবেন উইকেটকিপার এ ব্যাটার। তবে চোটের কারণে প্রথম রাউন্ড মিস করলে দ্বিতীয় রাউন্ডে খেলবেন বলে জানা গেছে।
এনসিএলে রাজশাহীর হয়ে খেলার কথা রয়েছে তার। মুশফিকবিহীন রাজশাহী প্রথম রাউন্ডে বরিশালের বিপক্ষে ড্র করেছে। জানা গেছে, আগামী ১৭ অক্টোবর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবেন তিনি।
এ ছাড়া আগামী নভেম্বরে ভারতের বাংলাদেশ সফরের কথা রয়েছে। যেখানে টেস্ট সিরিজে খেলার কথা রয়েছে মুশফিকের। আর সে জন্যই নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। তবে সম্প্রতি জিমনেশিয়ামে ফিটনেসের কাজ করার সময় বাঁপায়ে আঘাত পেয়েছেন তিনি। আঘাতে কেটে যাওয়ায় ৬টি সেলাই লেগেছে।
এশিয়া কাপের ব্যর্থতার পর গত মাসে টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন মুশফিকুর রহিম। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলে মুশফিকুর জায়গা বেশ নড়বড়ে হয়ে পড়ে। হজ পালন শেষে দেশে ফিরে জিম্বাবুয়ে সফরে তাকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। এরপর এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে দলে ফিরেছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
তবে এশিয়া কাপে নিজেকে মেলে ধরতে পারেননি ৩৫ বছর বয়সী এই তারকা খেলোয়াড়। এশিয়া কাপে দুই ম্যাচে করেন মাত্র ৫ রান। তার বাজে পারফরম্যান্সের কারণে সমর্থকদের সমালোচনার মুখে পড়েন মুশি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সিনিয়রদের না থাকা প্রসঙ্গে কদিন আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ‘দলটা এখন খেলছে, কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক-রিয়াদ তারা যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে থাকত আমার কাছে ভালো মনে হতো।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিক ১০২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯.৪৮ গড়ে তার ক্যারিয়ার শেষ করেন। যেখানে রান সংগ্রহ করেছেন ১৫০০। স্ট্রাইক রেট ১১৫.০৮, আর পঞ্চাশ রানের ইনিংস রয়েছে তার ঝুলিতে মোট ৬টি। বাংলাদেশের জার্সিতে মুশফিক প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন ২০০৬ সালে, খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে।