1. rashidarita21@gmail.com : bastobchitro :
বিশ্বকাপ দেখতে দর্শককে করাতে হবে কোভিড টেস্ট | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ দেখতে দর্শককে করাতে হবে কোভিড টেস্ট

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

আর দু-মাসও বাকি নেই কাতার বিশ্বকাপের। স্বাগতিক দেশ এরই মধ্যে নিজেদের সকল প্রস্তুতি সেরে ফেলেছে। এরই মধ্যে দর্শকের জন্য আরেকটি নিয়ম বেঁধে দিল দেশটি। বিশ্বকাপের খেলা দেখতে হলে আগে অবশ্যই কোভিড টেস্ট করাতে হবে দর্শককে।

বিশ্বব্যাপী অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে করোনাভাইরাসের সংক্রমণ। তবে আয়োজক দেশ কাতার করোনা নিয়ে হেলাফেলা করতে চায় না। তাই আয়োজকরা বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জানিয়েছে, ছয় বা তার বেশি বয়সী সব দর্শককে কাতারের উদ্দেশে রওনা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে করানো পিসিআর টেস্ট বা দেশটিতে পৌঁছানোর ২৪ ঘণ্টা আগে করানো র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের নেগেটিভ ফল দেখাতে হবে।

১৮ বছর বা এর বেশি বয়সী দর্শককে সরকার নির্ধারিত একটি‘ ট্রেসিং ফোন অ্যাপ্লিকেশন ’ডাউনলোড করে নিতে হবে। যেটির নাম দেয়া হয়েছে ‘‘এহতেরাজ’। যেকোনো বদ্ধ জায়গার জনসমাগমে প্রবেশ করার জন্য এটি দেখাতে হবে।এ ছাড়াও গণপরিবহনে দর্শককে মাস্ক পরতে হবে। যদিও কাতারে যাওয়ার জন্য কোভিড টিকা নেয়া বাধ্যতামূলক নয়। দেশটিতে থাকাকালীন কেউ কোভিড পরীক্ষায় পজিটিভ হলে সরকারের গাইডলাউন অনুযায়ী তাকে আইসোলেশনে থাকতে হবে।

এদিকে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শককে হায়া কার্ডের সঙ্গে জরুরি স্বাস্থ্যসেবাও বিনা মূল্যে সংযুক্ত করে দেয়া হবে। যা কিনা কাতারের ভিসা ও স্টেডিয়ামের টিকিটের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হয়ে যাবে। আগামী ২০ নভেম্বর শুরু হয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি