1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় ধানের দাম কমলেও প্রভাব নেই চালের বাজারে | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ধানের দাম কমলেও প্রভাব নেই চালের বাজারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

ধানের দাম বৃদ্ধির সাথে সাথে যেখানে চালের দাম বাড়িয়ে দেন মিল মালিকরা, সেখানে ধানের দাম অব্যাহতভাবে কমলেও চালের বাজারে কোন সুখবর নেই। খাজানগর মোকামে এই মুহুর্তে চালের বাজার স্থীতিশীল থাকলেও ধানের দাম কমছে প্রতিনিয়ত। প্রতিমন ধানে কমপক্ষে ১০০টাকা থেকে ২২০ টাকা কমেছে বলে কৃষকদের দাবি। আর মিল মালিকরা বলছেন প্রতি মনে ধানের মোকামগুলোতে কমেছে ৪০ থেকে ৫০ টাকা। মিল গেটের পাশাপাশি খুচরা বাজারেও চালের দামে কোন সুখবর নেই। ক্রেতারা আগের দামেই চাল কিনছেন। ধানের দাম কমার বিষয়টি নিশ্চিত করেছে জেলা খাদ্য বিভাগও। বাইরে থেকে চাল এলসিতে শুল্ক আরো কমানোর খবর, মোকমে চাল বিক্রি কমে যাওয়াসহ বেশ কয়েকটি কারনে ধানের বাজার আগের তুলনায় কমছে বলে বিএডিসির বীজ ব্যবসায়ী, কৃষক মিল মালিক ও আড়ৎদার সাথে কথা বলে এসব তথ্য মিলিছে। কুষ্টিয়া বিএডিসির বীজ ব্যবসায়ী জুবায়েদ রিপন। তিনি ধানের ব্যবসা করেন। তার কাছে বিক্রির জন্য রাখা প্রায় ১৩টন ধান ছিলো। কয়েক সপ্তাহ আগে প্রতিমণ ধানের প্রায় ১ হাজার ৫০০ টাকা বলেন মিল মালিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ বীজ ব্যবসায়ী বলেন,‘ এখন প্রতি মণ ধানের দাম চলছে ১ হাজার ২০০ টাকা। তাও কেনার ব্যাপারি নেই। মিল মালিকরা এর থেকে বেশি দাম দিয়ে ধান কিনতে চাচ্ছেন না। আগের থেকে সব প্রকার ধানের দাম ২০০ থেকে ২৫০ টাকা কমেছে বলে দাবি করেন এ ব্যবসায়ী। ধানের দামের বিষয়ে জানতে চাইলে চালকল মালিক সমিতির একাংশের সাধারন সম্পাদক জয়নাল আবেদিন প্রধান বলেন,‘ ধানের বাজার এক সপ্তাহ ধরে কিছুটা কমেছে। সেটা প্রতিমণে ৩০ থেকে ৪০ টাকা। ধানের দাম কমলেও চালের বাজার এখনো কমেনি মোকামে। তবে কেনাবেচা অনেকটা কম। নতুন চালের অর্ডার আসছে না। সামনে বাজার কিছুটা কমতে পারে।’ মিল মালিকরা বলছেন,‘ মাঝখানে চালের বাজার যখন হু হু করে বাড়তে থাকে তখন কেনাবেচা বেশি হয়েছে। অনেক ভোক্তা দুই বস্তার জায়গায় তিন থেকে ৪ বস্তা চাল কিনে রেখেছেন। ব্যবসায়ীরাও প্রচুর অর্ডার দিয়েছিলেন। এখন চাল কেনাবেচা নেই, মিল মালিকরাও ধান কিনছেন কম। এ কারনে বাড়তির দিকে থাকা চাল ও ধানের বাজার কমতির দিকে যাচ্ছে।’ ডিজেলের দাম বাড়ার পর ট্রাক বাড়ার অজুহাত দিয়ে কেজিতে ৩ থেকে ৪ টাকা চালের দাম বাড়িয়ে দেন মিল মালিকরা। তবে ধান ও চাল পারিবহনে যে খরচ বেড়েছে তার চেয়ে কয়েকগুন বেশি খরচ বেশি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন অসাধু মিল মালিকরা। খাদ্য বিভাগের একাধিক সূত্র জানায়, ধান ও ডিজেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে মিল মালিকরা দুই দফায় চালের দাম বাড়িয়ে দেয়। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মোকাম থেকে এক ট্রাক ধান খাজানগর মোকামে আসতে আগে ট্রাক ভাড়া লাগতো ১৬ হাজার টাকা। ডিজেলের দাম বৃদ্ধির পর সেই খরচ এখন পড়ছে ২১ হাজার টাকার মত। একটি ট্রাকে ধান আসে ১৭ থেকে ১৮ টন। সেই হিসেবে প্রতি কেজি ধান পরিবহনে খরচ বেড়েছে ৩০ থেকে ৪০ পয়সা। অথচ বেশির ভাগ মিল মালিক প্রতিকেজি চালের দাম বাড়িয়ে দেন ২ থেকে ৪ টাকা পর্যন্ত। ফ্রেস এগ্রো ফুডের এমডি ও চালকল মালিক সমিতির সভাপতি ওমর ফারুক বলেন,‘ ধানের দাম কমছে এটা ঠিক, তবে চালের দামে তেমন হেরফের হয়নি। মিলগেটে চালের দাম এখনো কমেনি। তবে দু’একদিন পর এর একটা প্রভাব পড়তে পারে মিলগেটে। কোন কোন মিল মালিক চালের দাম কিছুটা কমিয়েছেন বলে খবর আছে।’ আর ধানের দাম না পাওয়ার কথা বলেন বেশ কয়েকজন কৃষক। সদর উপজেলা আব্দালপুর গ্রামের কৃষক নরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে ধান বিক্রি করার জন্য তারা বাজারে যান। গিয়ে দেখেন ধানের দাম পড়ে গেছে। ব্যাপারিও কম। প্রতিমণ ধানের দাম ওঠে ১ হাজার ২০০ টাকা মণ। এ কারনে তারা ধান ফিরিয়ে নিয়ে আসেন। আগের থেকে মনে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত কমেছে বলে জানান তিনি।’ জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী বলেন,‘ ধান ও ডিজেলের দাম বৃদ্ধির কথা বলে মিল মালিকরা কয়েক দফায় দাম বাড়িয়ে দেয়। তবে সেটা যৌক্তিক ছিলো না। ডিজেলের দাম বাড়ার পর তাদের পরিবহন খরচ বাড়লেও সব মিলিয়ে প্রতি কেজির হিসেবে ৪০ থেকে ৫০ পয়সা হতে পারে। এ অজুহাতে তারা দাম বাড়িয়ে দেন বেশি। আমরা এসব কারনে অভিযান পরিচালনা করে আসছি। ইতিমধ্যে গত দুই দিন ধরে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। সরু, মাঝারি ও মোটা চালের দাম কেজিতে ২ টাকা কমেছে। মিলগেটেও দাম কমতে শুরু করেছে। সামনে দাম আরো কমবে। খাদ্য বিভাগ দুই টাকা কমার কথা বললেও পৌর বাজারের চাল ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন,‘ চালের দাম এখনো কমেনি। আগের দরেই সরু চাল ৭০ থেকে ৭২ টাকা বিক্রি হচ্ছে। অন্যান্য চালও বিক্রি হচ্ছে আগের দামে। নতুন করে কোন অর্ডার দিচ্ছেন না তারা। সামনে দাম কমার সম্ভাবনা আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি