1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত | Bastob Chitro24
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

মসজিদে মসজিদে অলোচনাসভা, মাহফিল, বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল, নফল নামাজ আদায়, রোজা রাখা, জিকির আসকারসহ ইবাদত বন্দেগির মধ্যদিয়ে কুষ্টিয়ায় ১০ মহরম আশুরা পালিত হয়েছে। আশুরা ইসলামের ইতিহাসে বিশেষ মর্যাদাপূর্ন দিন। মহান আল্লাহ তাআলা বছরের যে কয়েকটি দিনকে বিশেষ মর্যাদায় ভুষিত করেছেন,তার মধ্যে আশুরা বা মহররমের ১০ তারিখ অন্যতম। ঐতিহাসিক ও ঘটনাবহুল এই দিনটিকে বলা হয় পৃথিবীর আদি-অন্তের দিন। অর্থাৎ এ দিনেই পৃথিবীর সৃষ্টি হয়েছে, আবার ধ্বংস বা কিয়ামত এই দিনেই সংঘটিত হবে। যে সব ঘটনার কারণে আশুরা তাৎপর্যময় এবং মুসলমানদের ইতিহাসে শোকের পাশাপাশি সুখের নিদর্শন। এদিকে পবিত্র ১০ই মহররম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বাদ আছর কুঠিপাড়া সদর উপজেলা মডেল মসজিদে পবিত্র আশুরার গুরুত্ব ও তাতপর্য বিষয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংস্থার ইফার উপ-পরিচালক মোঃ হেলালউজ্জামান। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ তারিকুর রহমান। এছাড়া অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক এ.জে.এম সিরাজুম মুনির, ফিল্ড অফিসার ফারুক হোসেন বিশ্বাস, আবু আইয়ূব আনছারী, শেখ আব্দুস সোবহান। অন্যদিকে পবিত্র আশুরা উপলক্ষে ইমাম গাজ্জালী (রঃ) সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার বাদ আছর থানাপাড়া কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোহাঃ ইব্রাহিম খলিল। আলোচনায় অংশ নেন ইমাম গাজ্জালী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওঃ মুহাম্মদ আব্দুল আউয়াল, কোরআন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ এম.এ রেজা, সেক্রেটারী শাহেদুল হক শিমুল। পরিচালনা করেন তায়েফ হাসান খান অন্তর, সাব্বির কুশল।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি