কুষ্টিয়া শহরতলীর চালের বর্ডার এলাকায় লিয়াকত মন্ডল(৬৪)নামে বৃদ্ধ এক হোটেল ব্যবসায়ীকে ইটের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে তাঁকে মৃত: ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত লিয়াকত চালের বর্ডার এলাকার বাসিন্দা মৃত জদাই মন্ডলের ছেলে। সে চালের বর্ডার এলাকায় খাবারের হোটেল ব্যবসায়ী। নিহতের ছেলে ইমরান মন্ডলের অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় যুবক সবুজ ও মুন্নাসহ কয়েক জন তাদের বাড়ীতে হামলা চালায়। এসময় হামলাকারীরা আমার বাবার বুকে ইট দিয়ে আঘাত করে, ইটের আঘাতে বাবা অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। এসময় আমাদের শোর চিৎকারের আশপাশের লোকজন আসা দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় পড়ে থাকা বাবাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক(ওসি) সাব্বিরুল আলম জানান, শহরের চালের বর্ডার নামক এলাকায় লিয়াকত মন্ডল নামে একজনকে ইটের আঘাতে হত্যার অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে এটি প্রকৃত অর্থে হত্যা কিনা তা ময়না তদন্তের পরেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের বিষয়টির প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে একই স্থানে বসবাসকারী হওয়ায় তাদের মধ্যে পূর্ব থেকেই ঝগড়া বিবাদ ছিলো। এঘটনায় জিঞ্জাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে বলেও জানালেন ওসি সাব্বিরুল আলম।