1. rashidarita21@gmail.com : bastobchitro :
কাল থেকে স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা বন্ধ ঘোষণা | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

কাল থেকে স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবের ৭ দিনের কর্মসূচী ঘোষণা

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে ৭ দিনের কঠোর কর্মসূচী ঘোষণা করেছে কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী পরিষদের এক জরুরী সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচীর মধ্য রয়েছে রুবেল হত্যায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার না হওয়া পর্যন্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা প্রকাশ হবে না। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া কর্মসূচী মধ্যে আজ শুক্রবার সাংবাদিক রুবেলের লাশ দাফন শেষে শহরে বিক্ষোভ মিছিল, শনিবার কুষ্টিয়া মডেল থানার সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচী পালন, মঙ্গলবার কুষ্টিয়া মডেল থানার সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ, বুধবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান এবং এরমধ্যেও খুনিরা গ্রেফতার না হলে বৃহস্পতিবার পুলিশ সুপারে কার্যালয় ঘেরাও করবে জেলার সর্বস্তরের সাংবাদিকরা। এসব কর্মসূচীতে জেলা ও উপজেলার সকল পর্যায়ের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ অনুরোধ জানান। কুষ্টিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোলাম মওলা, ক্লাবের সাবেক সহসভাপতি ও এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, ক্লাবের সাবেক সহসভাপতি লুৎফর রহমান কুমার, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন, কোষাধ্যক্ষ এম. লিটন-উজ-জামান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাসান আলী, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বাচ্চু, ইব্রাহীম হোসেন মেরাজ ও দৈনিক দেশতথ্যের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি