1. rashidarita21@gmail.com : bastobchitro :
৮০ পেরিয়ে ৮১ বছরে পা দিলেন দিলারা জামান | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

৮০ পেরিয়ে ৮১ বছরে পা দিলেন দিলারা জামান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামানের আজ জন্মদিন। তিনি ৮০ বছর পূর্ণ করে ৮১’তে পা রাখছেন। জন্মদিন উপলক্ষে তার বিশেষ কোন আয়োজন নেই। তবে দুপুর ১২.৩০ মিনিটে চ্যানেল আইতে ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ নেবেন। জন্মদিন প্রসঙ্গে দিলারা জামান বলেন, জন্মদিন নিয়ে বিশেষ কোন উচ্ছ্বাস নেই। তবে এতো বছর পেরিয়েও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি, এটাই অনেক ভালোলাগার। অভিনয় জীবনের স্বীকৃতি স্বরূপ একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। কিন্তু এই সম্মাননার চেয়ে কোটি কোটি মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেটাই সত্যিকারের অর্জন। ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই। দিলারা জামান মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। এখনো টিভি নাটকে ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। তিনি যখন অভিনয় শুরু করেন তখন মধ্যবিত্ত সমাজ ছিলো অত্যন্ত রক্ষণশীল। প্রতিকূল পরিবেশেই তিনি এগিয়েছেন। ছাত্রজীবনে তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পড়াশোনার পাঠ শেষ করে অভিনয়ের পাশাপাশি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। নিভৃতচারী কথাশিল্পী হিসেবেও তার পরিচিতি আছে। ১৯৫৭ সালে স্কুলে তিনি প্রথম নাটক করেন মঞ্চে। শরৎচন্দ্রের ‘মামলার ফল’। ১৯৬৩ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের বার্ষিক সম্মেলনে বাংলা একাডেমির উন্মুক্ত মঞ্চে একাঙ্কিকায় অভিনয় করেন কাজী দিশু ও সাংবাদিক আ. ন. ম. গোলাম মোস্তফার সঙ্গে। একই বছরে আলাউদ্দীন আল আজাদ রচিত ডাকসু’র নাটক ‘মায়াবি প্রহর’-এ অভিনয় করেন। ১৯৬৬ সালে প্রথম নাজমুল আলমের রচনায় ও আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় রেডিওতে প্রথম নাটক করেন। টেলিভিশনে তিনি প্রথম নাটক করেন ১৯৬৭ সালে খান জয়নুলের লেখা ‘পিনিস’ নাটকে। পরিচালক ছিলেন আব্দুল্লাহ আল মামুন। হুমায়ূন আহমেদ’র নির্দেশনায় ১৯৮৪ সালে ‘দিনের শেষে’ নাটকে অভিনয় করেন। এরপর হুমায়ূন আহমেদ’র ‘এইসব দিনরাত্রি’,‘অয়োময়’ নাটকে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘আগুনের পরশমনি’, ‘চন্দ্রকথা’, ‘মেঘলা আকাশ’,‘মনপুরা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘অপেক্ষা’, ‘আলতাবানু’, ‘গুনিন’, ‘পোস্টমাস্টার ৭১’। মুক্তির অপেক্ষায় আছে ‘দায়মুক্তি’,‘ শেখ রাসেল’, বায়েপিক-মুজিব। ১৯৯২ সালে তিনি একুশে পদক লাভ করেন। মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে গুণী এই অভিনেত্রীকে শুভেচ্ছা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি