1. rashidarita21@gmail.com : bastobchitro :
পঁচাত্তরের শক্তির প্রেতাত্মার রক্তচক্ষু বাংলাদেশের জনগণ সহ্য করবে না : এমপি হানিফ | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

পঁচাত্তরের শক্তির প্রেতাত্মার রক্তচক্ষু বাংলাদেশের জনগণ সহ্য করবে না : এমপি হানিফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপি ও ছাত্রদল নেতাদের বক্তব্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর প্রেক্ষিতে গতকাল ৬ জুন সোমবার কুষ্টিয়ায় বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে কুষ্টিয়া পৌর ও সদর থানা আওয়ামীলীগ। বিকেল ৪টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসে প্রতিবাদ সভার পর এক বিশাল বিক্ষোভ মিছিল কুষ্টিয়া পৌর সভার বিজয় উল্লাস থেকে শুরু হয়ে এন এস রোড পরিভ্রমন করে বড় বাজার রেল গেটে গিয়ে শেষ হয়। কুষ্টিয়া পৌর ও সদর থানা আওয়ামীলীগের আয়োজনে কুষ্টিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর (কুষ্টিয়া-৩) আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ ।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এবং কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী।

এছাড়াও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খাঁন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা আওয়ামীলীগের নেতা, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুল হক পুলক, সাবেক ইসলামী বিশ^বিদ্যালয় ছাত্রলীগ নেতা ও কুষ্টিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করিম মিঠু, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হারুর অর রশিদ, কুষ্টিয়া জেলা মহিলালীগের সভাপতি জেবুন নেসা সবুজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, কুষ্টিয়া পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ।

আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান বিশ^াস, মোঃ এমদাদুল হক, ডাঃ মোঃ গোলাম মওলা, মোঃ একরামুল হক, ডাঃ আবু জাফর অরুণ, আলাউদ্দিন বিশ^াস, মোঃ আব্দুল মোমিন শেখ, হাজী আবুল কাশেম, সিদ্দিকুর রহমান, মোঃ ফারুক আহমেদ খোকন, শেখ মোঃ শওকত আকবর মাষ্টার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার গৌরব চাকী সহ কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরবৃন্দ এবং কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা ।

এদিকে মাহবুবউল আলম হানিফ এমপি’র নেতৃত্বে গতকালের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল জনসমুদ্রে পরিনত। হাজার হাজার নেতা-কর্মিদের উপস্থিতিতে কুষ্টিয়ার এন এস রোড ছিলো স্লোগানে স্লোগানে মুখরিত। গতকালের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতা-কর্মিদের উপস্থিত ছিলো চোখে পড়ার মত। যা আগামীর দিনগুলোতে আওয়ামীলীগের নেতা কর্মিদের আরো বেশি প্রেরণা যোগাবে বলে মনে করেন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আগত নেতা-কর্মিরা।

প্রচন্ড গরম উপক্ষে করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আগত নেতা কর্মিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যাবদ জ্ঞাপন করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি বলেন, এই সমস্ত জামায়াত-শিবির এবং বিএনপি’র দেশ বিরোধী চক্রান্ত । আমাদের সকলের প্রাণ প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে যারা প্রাণনাশের হুমকি দিয়েছেন তাদের এত বড় দূঃসাহস কিভাবে হয়। আজ সমগ্র বাংলাদেশ জেগে উঠেছে এবং যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা মাহবুবউল আলম হানিফ ।

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, এই কুষ্টিয়াতে রাজাকারদের কোন ঠাঁই থাকতে পারে না। আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত হাজার হাজার লোক আবার প্রামাণ করলো কুষ্টিয়ায় আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দলের জায়গা নাই। বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে পারে না। জাতীয় চার নেতার রক্ত বৃথা যেতে পারে না। আজকে নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। দেশ থেকে রাজাকার আলবদর বিদায় করুন। আজগর আলী আরো বলেন, যারা বলছে ৭৫’র হাতিয়ার গর্জে উঠুক আরেক বার। তাদেরকে কুষ্টিয়া থেকে উৎখাত করে আমরা পাকিস্থানে পাঠানোর ব্যবস্থা করবো । একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার। বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, একাত্তরের মত আজকে এই হাতিয়ার গর্জে উঠেছে।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ বলেন, জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, জননেত্রী শেখ হাসিনা এই বাংলার ১৬ কোটি মানুষের আশা আকাঙ্খার প্রতিভা, জননেত্রী শেখ হাসিনা এই বাংলার কৃষক, শ্রমিক ও জনতার নেত্রী। তাকে হত্যার হুমকি দেওয়ার এত ধৃষ্টতা যারা দেখিয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার দেখুন সারা বাংলাদেশে আওয়ামীলীগ সহ সকল শ্রমজীবি সংগঠনের নেতা কর্মিরা আজ জেগে উঠেছে ।

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ আরো বলেন, পচাঁত্তর এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার, এই শ্লোগানের মধ্যদিয়ে এরা প্রমাণ করেছে ৭৫-এ বঙ্গবন্ধুর হত্যার সাথে তাদের সম্পৃক্ততা আছে। এই বাংলাদেশে জাতির পিতাকে হত্যাকারীদের কোন ঠাঁই নেই। জাতির পিতার হত্যায় যারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন তারা জাতীয় শক্রতে পরিণত হয়েছে। আর যারা বিচারের বাইরে আছে তাদেরকে জনতার মুখোমুখি হতে হবে ।

মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে মাহবুবউল আলম হানিফ বলেন, কান পেতে শুনুন, সারা বাংলাদেশের মানুষ আজ আপনার ঐ বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে। আপনারা আসুন, দেখুন কুষ্টিয়াসহ সারা বাংলাদেশের মানুষ আজ শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফুঁসে উঠেছে।

মাহবুবউল আলম হানিফ আরো বলেন, আমরা বার বার বলেছি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি। এই দেশে ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত দেশ। এই দেশ তিন লক্ষ সম্ভ্রমহানির বিনিময়ে অর্জন করেছি। এই দেশে কোন পঁচাত্তরের শক্তির প্রেতাত্মার রক্তচক্ষুর শক্তি বাংলাদেশের জনগণ সহ্য করবে না। যারা এখনো পঁচাত্তর নিয়ে স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন কোন দিন বাস্তবায়ন হবে না। মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে মাহবুবউল আলম হানিফ আরো বলেন, এখনো সময় আছে আপনাদের বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চান। অন্যথায় বাংলার জনগণ আপনাদের সমুচিত জবাব দেবে। দলীয় নেতা কর্মিদের উদ্দেশ্য মাহবুবউল আলম হানিফ বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা শেখ হাসিনার কর্মি। আমরা লড়াই করতে জানি। আমরা জীবন দিতে জানি। আমরা রক্ত দিতে জানি। আমরা সংগ্রাম করতে জানি। আন্দোলন করে কিভাবে দাবি আদায় করতে হয় তা আমরা জানি। আমরা এটাও জানি কিভাবে অন্দোলন সংগ্রাম করে অপশক্তিকে পরাজিত করতে হয়। আমরা আন্দোলন করে ১৯৯৬ সালে একদলীয় তথা কথিত সরকারকে পরাজিত করে ছিলাম সেটা মনে রাখবেন। ২০০৬ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়ার সরকারকে প্রতিহত করেছিলাম সেটাও মনে রাখবেন। মাহবুবউল আলম হানিফ আরো বলেন, আগামী দিনে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রায় যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে এই দেশের জনগণ রাজপথে প্রতিহত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি