কুষ্টিয়া মোল্লাতেঘরিয়া ঢাকা-রাজবাড়ী মহাসড়কের ট্রাকের ধাক্কায় শিরন বিশ্বাস (৪০) নামে একজন নিহত সাথে আহত হয়েছে আরও দুইজন। আজ দুপুরে ঢাকা-রাজবাড়ী মহাসড়কের হাজী শরিয়ত উল্লাহ এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লক দক্ষিনপাড়া বস্তি এলাকার পাঞ্জু বিশ্বাসের ছেলে শিরন বিশ্বাস। সে পেশায় একজন শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে দিকে চৌড়হাস থেকে ভ্যান যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে অপর দিকে আসা ছয় চাকার একটি ট্রাক কুমারখালী থেকে কুষ্টিয়া আসার পথে মোল্লাতেঘরিয়া ঢাকা-রাজবাড়ী মহাসড়কে ট্রাকের ধাক্কায় পাখীভ্যান ছিটকিয়ে রাস্তার পাশে দুমড়ে মুচড়ে যায় এবং ভ্যানে থাকা যাত্রী শিরন বিশ্বাস ঘটনাস্থলে মারা যায় এবং আরও দুইজন মারাত্মকভাবেহ আহত হয়। ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে দ্রুত আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে পুলিশ এসে শিরন বিশ্বাসের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং ট্রাকটি জব্দ করেছেন তবে ট্রাকের চালকের আটক সম্ভব হয়নি বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..