1. rashidarita21@gmail.com : bastobchitro :
পাঁচ জেলায় দুর্ঘটনায় নিহত ৯ | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

পাঁচ জেলায় দুর্ঘটনায় নিহত ৯

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

নওগাঁ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে ধান বোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিমের মৃত্যু হয়েছে। একইদিন নাটোরের বড়াইগ্রামে গতকাল ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুজন, পিরোজপুরের মঠবাড়িয়াতে সকালে বাস চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। এছাড়া গত মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রোকনপুর বাজারে বাস চাপায় দুজন, পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুককের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে ধান বোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছে।

নিহতরা হলো কালিনগর দুখুর মোড়ের ইলিয়াস হোসেনের ছেলে বুলবুল, শিবগঞ্জে বহালাবাড়ি এলাকার মনসুর আলীর ছেলে মন্টু ও নওসদ আলীর ছেলে আসাদুজ্জামান। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, বিকেলে নওগাঁর বরেন্দ্র এলাকা থেকে কয়েকজন ধান কাটা শ্রমিক ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জে বাড়ি ফিরছিলো। জামতলা পাওয়েল এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ১ জন ও হাসপাতাল নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়।

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর ইউনিয়নের কয়েন কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল মাহবুব ও চালক একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল সকালে যাত্রীবাহী পরিবহন রোহান বাসের চাপায় মিলন হাওলাদার নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মিলন হাওলাদার উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন হাওলাদার এর ছেলে এবং তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র। পুলিশের হাতে আটক ঘাতক বাসে বিক্ষুব্ধ জনতার অগ্নি সংযোগ করে। চালক ও হেলপার পালাতক।

নবীগঞ্জ (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোকনপুর বাজারে বাস চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী, ও অটোরিকশার যাত্রী ওই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম।

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. খালিদ সাইফুল্লাহ নামে এক যুককের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। গত মঙ্গলবার রাত নয়টার দিকে কলাপাড়া কুয়াকাটা মহসড়কে মহিপুর নুপুর সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ সাইফুল্লাহ উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া চরপাড়া গ্রামের মাহাবুবুল আলমের ছেলে।
ট্রাক উল্টে ধান কাটা ৩ শ্রমিক নিহত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি