1. rashidarita21@gmail.com : bastobchitro :
এনআইডি থাকলেই ভোট দেওয়া যাবে না | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

এনআইডি থাকলেই ভোট দেওয়া যাবে না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট দেওয়ার জন্য অবশ্যই ভোটার তালিকায় নাম থাকতে হবে।

ইসি সচিবালয়ের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রবিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় পরিচয়পত্র থাকলেই কেউ ভোটার নয়। এ বিষয়ে নির্মিত বিজ্ঞাপন বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম, বেতার ও টেলিভিশনে প্রচার করতে হবে। এটা বাস্তবায়ন করবেন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক।
এ বিষয়ে জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম বলেন, নির্বাচন কমিশন ১৮ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র প্রদান করে।

তবে তারা ভোটার নয়। তিনিই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন যিনি বাংলাদেশি নাগরিক, আঠারো বছর বা এর বেশি বয়সী (২০০৫ সালের ১ জানুয়ারি বা এর আগে জন্মগ্রহণকারী) নাগরিক।
যারা ভোট দিতে পারবেন না তারা হলেন, ভোটার তালিকায় নাম নেই, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী, আদালত কর্তৃক ঘোষিত অপ্রকৃতিস্থ ব্যক্তি, বিশেষ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি।
সুত্র-কালের কণ্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি