1. rashidarita21@gmail.com : bastobchitro :
মুক্ত আকাশ বাই এন্ড সেল পরিবার (মুবিপ) অনলাইন উদ্যোক্তা ও বেচাকেনা গ্রুপ এর পঞ্চম বছর পূর্তি।ষ।পাথ্ব | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

মুক্ত আকাশ বাই এন্ড সেল পরিবার (মুবিপ) অনলাইন উদ্যোক্তা ও বেচাকেনা গ্রুপ এর পঞ্চম বছর পূর্তি।ষ।পাথ্ব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

ষ্টাফ রিপোর্টার:মুবিপ এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পন্যপ্রদর্শনী ও মিনিমেলা অনুষ্ঠিত।
বিভিন্ন থানা থেকে আসা উদ্যোক্তাদের নিয়ে ২৫ আগস্ট -২০২৩ কুষ্টিয়া জেলার ধোয়া রেস্টুরেন্টে দিনব্যাপি অনুষ্ঠান ও
উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য বিক্রি করেন।

বিভিন্ন স্টলে দিনব্যাপী পণ্য বিক্রি হয়। এদের মাঝে কেউ নিজের হাতে তৈরি ব্যাগ, থ্রিপিস জবের ছাতু,কেক ক্রিম, বার্মিজ আচার, কসমেটিক আইটেম,বিভিন্ন ধরনের, খাবার ইত্যাদি বিক্রি করে।
প্রদর্শনী ও মিলনমেলায় রিস্তাকিন ও এডমিন আফতাব এর সঞ্চালনায়-
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -কুষ্টিয়ার বর্তমান জয়িতা সাবিনা শারমিন ও গ্রুপ ক্রিয়েটর মুক্তি আশরাফ ,অন্যান্য পরিচালনা পরিষদ।
এ সময়ে,বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলার মাধ্যমে দিনব্যাপী প্রোগ্রাম বিভিন্ন অংশে পরিচালিত হয়।
কুষ্টিয়া সকল নারী উদ্যোক্তা এবং বর্তমান জয়িতা সাবিনা শারমিন নারীদের নিয়ে উপদেশমূলক বক্তৃতা প্রদান করেন।
এ সালমা খাতুন নামে একজন উদ্যোক্তা। তিনি তার উদ্যোক্তা জীবনী পণ্য সামগ্রী তুলে ধরেন।
ধাপে ধাপ কুষ্টিয়ার বিভিন্ন থানা থেকে আগত উদ্যোক্তারা তাদের জীবনী এবং পণ্য পরিচয় তুলে ধরেন।
এবং পণ্য পরিচয়ে তুলে ধরার নিজের বিজ্ঞাপন কৌশলী করার জন্য সেরা তিনজনকে পুরস্কৃত ঘোষণা করা হয়।
দিনের কাজ যখন শেষে সকল উদ্যোক্তা বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক ক্রেষ্ট দিয়ে উদ্যোক্তা জীবনের অনুপ্রেরণা ঘটানো হয়।
এবং সমাপনী বক্তৃতা প্রদান করেন গ্রুপ ক্রিয়েটর মুক্তি আশরাফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি